এক মাসে তৃতীয় লগ্নি টানল রিলায়েন্স রিটেল ৷ মার্কিন প্রাইভেট ইক্যুয়িটি ফার্ম জেনারেল অ্যাটলান্টিক রিলায়েন্স রিটেলে বিপুল অঙ্কের বিনিয়োগের কথা ঘোষণা করল ৷ করোনা পরিস্থিতিতে অর্থনীতি যখন মারাত্মক রকমের ক্ষতিগ্রস্ত, তখন একের পর এক বিনিয়োগ টেনে চমকে দিয়েছে রিলায়েন্স ৷ জিও প্ল্যাটফর্মের পর এবার রিলায়েন্স রিটেলে আসছে একের পর এক বিনিয়োগ ৷
General Atlantic-Reliance Retail deal ঘোষণার পর রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানি বলেন, ‘জেনারেল অ্যাটলান্টিক-এর সঙ্গে আমাদের সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যেতে পেরে আমি খুশি ৷ ভারতীয় রিটেল ব্যবসার আমুল পরিবর্তনের পথে আমরা একসঙ্গে কাজ করব, যেখানে ক্রেতা বিক্রেতা দুজনেই লাভবান হবেন ৷’

এক নজরে দেখে নেওয়া যাক রিলায়েন্স রিটেলে বিনিয়োগ সংক্রান্ত কিছু তথ্য-


  • এই বছরের শুরু দিকে জিও প্ল্যাটফর্মে ৬,৫৯৮.৩৮ কোটি টাকা বিনিয়োগ করেছিল মার্কিন প্রাইভেট ইক্যুয়িটি ফার্ম জেনারেল অ্যাটলান্টিক ৷ বিশ্বের প্রথম সারির সংস্থার এই বিনিয়োগ তখনই ইঙ্গিত দিয়েছিল যে রিলায়েন্সের দক্ষতার উপর ভরসা আছে গ্লোবাল ইনভেস্টারদের ৷
  • .রিলায়েন্স রিটেল ভেঞ্চার্সের ০.৮৪ শতাংশ শেয়ার কিনছে জেনারেল অ্যাটলান্টিক ৷ এর জন্য ৩ হাজার ৬৭৫ কোটি টাকা লগ্নি করছে তারা ৷ যার ইক্যুইটি ভ্যালু দাঁড়াচ্ছে ৪.২৮ লক্ষ কোটি, যা এই মাসের শুরুতে RRVL-এ হওয়া ৪.২১ লক্ষ কোটির বিনিয়োগের থেকে ৭০০০ কোটি টাকা বেশি ৷
  •  ৪০ বছর ধরে মার্কিন প্রাইভেট ইক্যুয়িটি ফার্ম জেনারেল অ্যাটলান্টিক টেকনোলজি, কনজিউমার, ফিনান্সিয়াল সার্ভিস ও হেলথকেয়ার সেক্টরে বিনিয়োগ করে আসছে ৷ এয়ার বিএনবি, আলিবাবা, অ্যান্ট ফিনান্সিয়াল, বক্স, বাইট ড্যান্স, ফেসবুক, স্ল্যাক, স্ন্যাপচ্যাট, উবের-এর মতো কোম্পানিতে এই মার্কিন সংস্থার বিনিয়োগ রয়েছে ৷
  • .জেনারেল অ্যাটলান্টিকের এই বিনিয়োগের ফলে টেক ও কনজিউমার বিজনেসে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের দক্ষতা আরও একবার প্রমাণ হল ৷
  •  জেনারেল অ্যাটলান্টিকের মতো সংস্থার এই বিপুল বিনিয়োগে আরও গ্লোবাল ইনভেস্টটাররা রিলায়েন্সে বিনিয়োগে আগ্রহী হবেন ৷ ভারতীয় মার্কেটকে ভালভাবে বোঝার দক্ষতা রাখে রিলায়েন্স তা আরও একবার প্রমাণিত ৷

১৯৮০ সালে প্রতিষ্ঠিত মার্কিন প্রাইভেট ইক্যুয়িটি ফার্ম জেনারেল অ্যাটলান্টিক বিশ্বের প্রথম সারির ইক্যুয়িটি ফার্ম, যারা সম্ভাবনাময় কোম্পানিতে বিনিয়োগের পাশাপাশি স্ট্র্যাটেজিক সাপোর্টও দেয় ৷ ২০২০ সালের ৩১ মার্চ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী এই সংস্থার কাছে প্রায় ৩৪ বিলিয়ন ডলার মূল্যের অ্যাসেট রয়েছে ৷ নিউইয়র্ক, আমস্টারডাম, বেজিং, গ্রিনউইচ, হংকং, জার্কাতা, লন্ডন, মেক্সিকো সিটি, মুম্বই, মিউনিখ, সাও পাওলো-সহ বিশ্বের বিভিন্ন জায়গায় ১৫০টি সংস্থায় বিনিয়োগ করেছে জেনারেল অ্যাটলান্টিক ৷


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours