সাগর পথিক হরিপদ বাগুলি মহাশয়ের 30 তম মৃত্যুবার্ষিকী উদযাপন হল. এর পাশাপাশি প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি মহাশয়কেও শ্রদ্ধা জ্ঞাপন করা হল.
 সাগরের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক এ কৃতি ছাত্র ছাত্রীদের হাতে সংসাপত্র  সহ 1,500 টাকা তুলে দেন সাগর বিধায়ক ,
উপস্থিত ছিলেন সাগরের বিধায়ক বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয়, সাগরের পঞ্চায়েত সমিতির সভাপতি রাজেন্দ্রনাথ খাঁড়া মহাশয় ও সাগরের B.D.O সুদীপ্ত মণ্ডল মহাশয়
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours