তদন্তকারীরা জানতে পেরেছেন, দুর্বল হয়ে পড়া জামাত উল মুজাহিদিন জঙ্গি সংগঠনের সাহায্যেই বাংলায় ও অসমে শক্তি বাড়ানোর চেষ্টা করছিল। অসমের পর এরাজ্যেও জঙ্গি সংগঠনটি অস্ত্র কেনার পরিকল্পনা করছিল। জেল থেকে চলছিল মগজ ধোলাই ও জঙ্গি জাল বিস্তারের কারবার।
৫ মাথাই রাজ্যে ছড়াচ্ছিল জাল, 'আনসারুল্লা বাংলা টিম' জঙ্গি মডিউলের বিরুদ্ধে চার্জশিট পেশ
আনসারুল্লা বাংলা টিম
মুর্শিদাবাদে আনসারুল্লা বাংলা টিম (ABT) জঙ্গি মডিউলের বিরুদ্ধে চার্জশিট দিল বেঙ্গল এসটিএফ। মুর্শিদাবাদ জেলা জজের এজলাসের চার্জশিট পেশ করল বেঙ্গল এসটিএফ। UAPA ধারায় সাড়ে চার মাসের মাথায় চার্জশিট জমা পড়েছে। স্পেশ্যাল টাস্ক ফোর্সের চার্জশিটে উল্লেখ রয়েছে, এবিটি জঙ্গি জাল বিস্তারে বাংলার চেয়ে এগিয়ে অসম। অসম থেকেই বাংলায় জাল বিস্তার করেছে এই সংগঠন। আট জঙ্গির বিরুদ্ধে চার্জশিট। তবে চার্জশিটে এও উল্লেখ রয়েছে, মুস্তাকিম, সাজিবুল, আব্বাস, মিনারুল ও সাদ- এই পাঁচ মাথার নেতৃত্বেই রাজ্যে সংগঠনের জাল বিস্তার করছিল আনসারুল্লা বাংলা টিম।
তদন্তকারীরা জানতে পেরেছেন, দুর্বল হয়ে পড়া জামাত উল মুজাহিদিন জঙ্গি সংগঠনের সাহায্যেই বাংলায় ও অসমে শক্তি বাড়ানোর চেষ্টা করছিল। অসমের পর এরাজ্যেও জঙ্গি সংগঠনটি অস্ত্র কেনার পরিকল্পনা করছিল। জেল থেকে চলছিল মগজ ধোলাই ও জঙ্গি জাল বিস্তারের কারবার।
অসম পুলিশ এসে মুর্শিদাবাদ থেকে এবিটি জঙ্গিদের গ্রেফতার করলেও আগে থেকেই বেঙ্গল STF-এর নজরে ছিল এই মডিউলটি। সংগঠন বিস্তারের পরই অস্ত্র কিনে নাশকতার ছক, মনে করছেন গোয়েন্দারা।
গোয়েন্দারা জানতে পেরেছেন, নতুন বছরের গোড়াতেই পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ এবং মালদহের তিনটি পর্যটন কেন্দ্রে হামলার ছক কষেছিল বাংলাদেশি জঙ্গিগোষ্ঠী আনসারুল্লাহের বাংলা শাখার! জঙ্গিগোষ্ঠীর সদস্য সাজিবুল ইসলামকে জেরা করে এমনই পুলিশ আগেই এই তথ্য পেয়েছিল। অসম পুলিশ এ ব্যাপারে পশ্চিমবঙ্গ পুলিশকে বিষয়টি জানায়।
Post A Comment:
0 comments so far,add yours