আগুনে পুড়ে ছাই মৌসুনি আইল্যান্ডের একটি আবাসিক রিসোর্ট


দক্ষিণ ২৪ পরগনার মৌসুনি দ্বীপে বালিয়াড়া এলাকায় আনুমানিক বিকাল চারটে নাগাদ হঠাৎই "মহামায়া" নামে একটি আবাসিক রিসটে আগুন লেগে যায়। চোখের নিমিষে কয়েক মুহূর্তে আগুনের লেলিহান শিখায় সবকিছু শেষ হয়ে যায়। স্থানীয় মানুষ এলেও আগুনের কাছে গিয়ে নেভানোর সাহস কেউ পায়নি।