৯ জুলাই বিকেল পাঁচটা থেকে গোটা রাজ্যের কন্টেইনমেন্ট জোনগুলিতে কড়া লকডাউনের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার৷ কন্টেইনমেন্ট জোনে বন্ধ থাকবে সমস্ত সরকারি-বেসরকারি অফিস, কারখানা এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান৷ কন্টেইনমেন্ট জোনগুলিতে বন্ধ থাকবে সবরকম যানবাহন চলাচল৷ শুধুমাত্র অত্যাবশ্যকীয় পণ্য এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসের দোকান খোলা থাকবে বলে জানা গিয়েছে৷ অত্যাবশ্যকীয় পরিষেবাও চালু থাকবে৷ কোনওরকম জমায়েত করা যাবে না৷ ইতিমধ্যেই এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছে রাজ্য৷ কন্টেইনমেন্ট জোনের বাসিন্দারা অফিসেও যেতে পারবেন না৷
কড়া লকডাউনের জন্য কন্টেইনমেন্ট জোনের সংজ্ঞাও বদলাচ্ছে রাজ্য সরকার৷ বাড়ানো হয়েছে কন্টেইনমেন্ট জোনের পরিধি৷ বাফার জোনকেও কন্টেইনমেন্ট জোনের আওতায় আনা হয়েছে৷ কোন কোন এলাকাগুলি কন্টেইনমেন্ট জোনের অধীনে পড়ছে তার তালিকা এগিয়ে বাংলা ওয়েবসাইটে পাওয়া যাবে৷ পাশাপাশি, প্রতিটি এলাকায় স্থানীয় পুলিশ প্রশাসনও জোরদার প্রচার চালাবে৷ পাশাপাশি লকডাউন কার্যকর করতেও কড়া নজরদারি চালাবে পুলিশ প্রশাসন৷
এ দিনই কলকাতার কন্টেইনমেন্ট জোনের সংখ্যা বাড়িয়ে ১৮ থেকে ৩৩ করা হয়েছে৷ বেলেঘাটার একাংশ সিল করে দেওয়া হয়েছে৷
কলকাতা, দুই চব্বিশ পরগনা, হাওড়া সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে যেভাবে করোনার দাপট বাড়ছিল, তাতে কন্টেইনমেন্ট জোনগুলিতে লকডাউন জারি করার নির্দেশ দিতে বাধ্য হল রাজ্য৷ যেহেতু কড়া লকডাউন শুরু হচ্ছে, তাই সাধারণ মানুষকে কিছুটা সময় দিতে বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে লকডাউন শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ কড়া লকডাউন জারি করে সংক্রমণের হার নিয়ন্ত্রণ করাই রাজ্যের লক্ষ্য৷
© News18 Bangla
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours