মানুষের সেবায় তিনি ব্রতী হয়েছেন বহু বছর ধরেই৷ এবার করোনা রোগীদের সেবা শুরু করে দিলেন সলমন৷ এত দিন তিনি ব্যস্ত ছিলেন তাঁর ছবি মুক্তি নিয়ে৷ এবার তিনি ঝাঁপিয়ে পড়লেন কোভিড লড়াইয়ে৷ তিনি ও তাঁর টিম ইতিমধ্যেই ৫০০টি অক্সিজেন কনসেনট্রেটর (Salman Khan arranges Oxygen concentrators) জোগাড় করেছেন করোনা রোগীদের সাহায্যে৷ এবং এর সুবিধা নেওয়ার জন্য কোনও রকম টাকা খরচ করতে হবে না রোগীদের৷ বিনামূল্যে মিলবে পরিষেবা (Salman Khan COVID19 help)৷ এছাড়াও তিনি একটি আপতকালীন নম্বর শেয়ার করেছেন নিজের সোশ্যাল মিডিয়ায়৷ যেখানে সরাসরি ফোন করে এই সুবিধা নিতে পারবেন করোনা রোগী ও তাঁর আত্মীয়রা৷ সলমন জানিয়েছেন যে, সোশ্যাল মিডিয়ায় ভক্তরা তাঁকে ট্যাগ করে প্রয়োজনীয় তথ্য দিতে পারে৷ যদি কেউ কোনও সমস্যায় পড়েন, তিনি সাহায্য করতে পিছপা হবেন না৷ এটাই তো ভাইজানের ইমেজ৷ তিনি যেন বলিউডের রবিনহুড! তাঁকে নিয়ে বিতর্ক, অভিযোগের শেষ নেই ঠিকই, তবে সল্লুমিঞার সেবার তালিকাও নেহাত কম নয়৷ বিইং হিউম্যান তাঁর সেবামূলক কাজকর্মে নিযুক্ত৷ বহু মানুষের সাহায্য করেন সলমন তাঁর এই প্রতিষ্ঠানের মাধ্যমে৷



করোনার দ্বিতীয় ঢেউয়ে নাজেহাল দেশ৷ করোনা রোগীদের অক্সিজেনের চাহিদা তুঙ্গে৷ চাহিদার সঙ্গে জোগানের ঘাটতির কথা বারবার উঠে আসছে৷ অক্সিজেনের অভাবে বহু করোনা রোগীর মৃত্যুর খবর উঠে আসছে প্রতি নিয়ত৷ সেই অক্সিজেনের ব্যবস্থা করছেন বহু তারকা৷ তাতে সামিল হলেন সলমন খান৷ তিনি তাঁর সোশ্যাল মিডিয়ায় লিখেছেন যে, "আমাদের প্রথম ধাপের ৫০০ অক্সিজেন কনসেনট্রেটর মুম্বই পৌঁছেছে৷ জরুরি ভিত্তিতে অক্সিজেনের প্রয়োজন হলে করোনা রোগীরা, 8451869785, এই নম্বরে ফোন করতে পারেন৷ বা আমায় সরাসরি মেসেজ বা ট্যাগ করেও এর প্রয়োজনের কথা বলতে পারেন৷ এই কনসনট্রেটর বিনামূল্য মিলবে৷ ব্যবহার করার পর এগুলো ফেরত দিতে হবে৷" লিখেছেন সলমন৷

#Salman_Khan

Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours