যন্তর মন্তর থেকেই একসঙ্গে রোড শো করে সঙ্গনী গেট অবধি যাবেন প্রেসিডেন্ট ম্যাক্রঁ ও প্রধানমন্ত্রী মোদী। মাঝ পথে হাওয়া মহলও দেখবেন তাঁরা। সূত্রের খবর, হাওয়া মহলে ফ্রান্সের প্রেসিডেন্ট জয়পুরের স্পেশাল মশলা চা পান করবেন। সেখানেই তিনি জয়পুরের বিখ্যাত নীল রঙের মাটির জিনিসপত্র কিনবেন, যার দাম মেটাবেন ভিম ইউপিআই (BHIM UPI) ব্যবহার করে। 


দুর্গ সফর, হাওয়া মহলে স্পেশাল চা, প্রধানমন্ত্রীর সঙ্গে রোড-শোতেও সামিল হবেন ম্যাক্রঁ
ফাইল চিত্র

নয়া দিল্লি: ভারতে আসছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রঁ (Emmanuel Macron)। প্রজাতন্ত্র দিবসের (Republic Day) অনুষ্ঠানে প্রধান অতিথি তিনি। প্রজাতন্ত্র দিবসের একদিন আগে, বৃহস্পতিবারই জয়পুরে অবতরণ করবে তাঁর বিমান। সেখান থেকে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) সঙ্গে হেরিটেজ ট্যুরে বের হবেন। প্রধানমন্ত্রীর সঙ্গে রোড-শোতেও যোগ দেবেন তিনি।


জানা গিয়েছে, এ দিন সকালেই রাজস্থানের জয়পুরে এসে পৌঁছবেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রঁ। সেখান থেকে তিনি প্রথমে আমের দুর্গে যাবেন। ফ্রান্সের প্রেসিডেন্টকে স্বাগত জানাতে সেখানে আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের। আমের ফোর্ট থেকে ইউনেসকোর তরফে ঘোষিত হেরিটেজ সাইট যন্তর-মন্তরে যাবেন ম্যাক্রঁ। যন্তর মন্তরেই তাঁর সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী মোদী।

যন্তর মন্তর থেকেই একসঙ্গে রোড শো করে সঙ্গনী গেট অবধি যাবেন প্রেসিডেন্ট ম্যাক্রঁ ও প্রধানমন্ত্রী মোদী। মাঝ পথে হাওয়া মহলও দেখবেন তাঁরা। সূত্রের খবর, হাওয়া মহলে ফ্রান্সের প্রেসিডেন্ট জয়পুরের স্পেশাল মশলা চা পান করবেন। সেখানেই তিনি জয়পুরের বিখ্যাত নীল রঙের মাটির জিনিসপত্র কিনবেন, যার দাম মেটাবেন ভিম ইউপিআই (BHIM UPI) ব্যবহার করে।


রাতে রামবাগ প্যালেসে ফ্রেঞ্চ প্রেসিডেন্ট ম্যাক্রঁর জন্য বিশেষ নৈশভোজের আয়োজন করা হয়েছে।

প্রসঙ্গত, এবারের প্রজাতন্ত্র দিবসেও প্রধান অতিথি হিসাবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু হোয়াইট হাউসের তরফে জানানো হয়, তিনি আসতে পারবেন না। এরপরই শেষ মুহূর্তে ফ্রান্সের প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানানো হয় এবং তিনি সেই আমন্ত্রণ গ্রহণও করেন। এর আগে গত বছর ফ্রান্সের বাস্তিল দিবসে অতিথি হিসাবে সামিল হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

জানা গিয়েছে, প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে সামিল হওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও সারবেন ইম্যানুয়েল ম্যাক্রঁ। রাফাল ফাইটার জেট ও স্করপিওন সাবমেরিন কেনার চুক্তি নিয়ে দুই রাষ্ট্র প্রধানের মধ্য়ে আলোচনা হতে পারে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours