হু-র রিপোর্ট অনুসারে, ভারতে করোনার অন্য প্রজাতির স্থান নিয়েছে আর্কটুরাস। এটা দ্রুত হারে গোটা দেশে ছড়িয়েছে।

Covid death: করোনার নতুন ভ্যারিয়ান্ট আর্কটুরাস-এ বিশ্বে প্রথম মৃত্যু, উপসর্গ কী?প্রতীকী ছবি।
ব্যাংকক: করোনাভাইরাসের (Corona virus) আরও এক নয়া প্রজাতি চোখ রাঙাতে শুরু করেছে। ওমিক্রনের (Omicron) পর এবার বিশ্বে আতঙ্ক ছড়াতে শুরু করেছে আর্কটুরাস (Arcturus) ওরফে XBB.1.16। কোভিডের (Covid-19) এই নয়া প্রজাতি ইতিমধ্যে একজনের প্রাণও কেড়েছে। ফলে নতুন করে আতঙ্ক বেড়েছে স্বাস্থ্য বিশেষজ্ঞদের মধ্যে। তাঁদের মতে, কোভিডের আগের প্রজাতিগুলির তুলনায় আর্কটুরাস ১.২ গুণ বেশি সংক্রামক।


জানা গিয়েছে, কোভিড-১৯-এর নয়া প্রজাতি আর্কটুরাস-এ আক্রান্ত হয়ে থাইল্যান্ডে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। খবরটি থাইল্যান্ড স্বাস্থ্য মন্ত্রকের তরফে নিশ্চিত করা হয়েছে। থাই স্বাস্থ্য মন্ত্রক অনুসারে, গত ১৭ এপ্রিল থাইল্যান্ডে মোট ২৭ জন কোভিডের নয়া প্রজাতি XBB.1.16-এ আক্রান্ত ছিলেন এবং তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। মৃত ওই ব্যক্তি বয়স্ক বিদেশি পর্যটক। তবে কোভিড সংক্রমণের পাশাপাশি তাঁর কো-মর্বিডিটি ছিল বলেও থাই স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে। তবে XBB.1.16 সংক্রমণ মোকাবিলায় থাই স্বাস্থ্য মন্ত্রকের তরফে বিশেষ সতর্কতাও জারি করা হয়েছে।

আর্কটুরাস ওরফে XBB.1.16 কী বেশি বিপজ্জনক? চলতি বছরের জানুয়ারিতে প্রথম হদিশ মেলে করোনাভাইরাসের নয়া উপ-প্রজাতি আর্কটুরাস ওরফে XBB.1.16-এর। করোনাভাইরাসের প্রজাতি ওমিক্রন, যেটা একসময়ে গোটা বিশ্বে দ্রুত হারে সংক্রমণ ছড়িয়েছিল, তারই উপ-প্রজাতি হল আর্কটুরাস ওরফে XBB.1.16। ফলে এটি আরও দ্রুত সংক্রমণ ছড়াতে সক্ষম। তবে সংক্রমণ দ্রুত ছড়ালে মারাত্মক নাও হতে পারে।


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours