ব্রিটেনের প্রথম ভারতীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রী ঋষি সুনাকের ( UK PM Rishi Sunak )সঙ্গে দেখা হতে চলেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আগামী মাসে বালিতে (G20 summit in Bali) G20 শীর্ষ সম্মেলনের মধ্যেই তাঁদের প্রথম বৈঠক হবে বলে আশা করা হচ্ছে। এবিপি নিউজকে বিশেষ সূত্রে এই খবর পেয়েছে।
কী নিয়ে আলোচনা
সূত্রের খবর, দু জনের মধ্যে সম্ভাব্য বৈঠকে দুই দেশের মধ্যে বর্তমান বাণিজ্যিক সম্পর্ক গতি পাবে। ভবিষ্যতে দুই দেশের কূটনৈতিক, বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক নির্ধারণে এই সাক্ষাৎ যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

ঋষি সুনকের নাম ঘোষণা 
এই প্রথম ব্রিটেনে কোনও ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি প্রধানমন্ত্রীর চেয়ারে । লিজ ট্রাসের পদত্যাগের ৪ দিনের মাথায় তাঁর ছেড়ে যাওয়া প্রধানমন্ত্রীর আসনে ঋষি সুনকের নাম ঘোষিত হয়। টালমাটাল অর্থনৈতিক পরিস্থিতির মধ্যেই প্রাক্তন অর্থমন্ত্রী ঋষি সুনকের হাতে দেশের দায়িত্ব তুলে দিলেন কনজারভেটিভ পার্টির সাংসদরা।

বরিস জনসনের ইস্তফার পর পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে শামিল হয়েও, চূড়ান্ত পর্যায়ে লিজ ট্রাসের কাছে হেরে গিয়েছিলেন ঋষি সুনক। সেই পরাজয়ের কয়েক মাসের মধ্যে, এবার জয়ের মুকুট উঠল সুনকের মাথায়।


কে এই ঋষি ?
ঋষি সুনকের দাদু ছিলেন পাঞ্জাবের বাসিন্দা। চাকরি নিয়ে ইংল্যন্ডে গেছিলেন ঋষির ঠাকুমা। তথ্যপ্রযুক্তি সংস্থা ইনফোসিসের প্রতিষ্ঠাতা NR নারায়ণমূর্তির জামাই ঋষি সুনক।  

ঋষি সুনকের দাদু ছিলেন পাঞ্জাবের বাসিন্দা। চাকরি নিয়ে ইংল্যন্ডে গেছিলেন ঋষির ঠাকুমা। বছর খানেক পরে, স্বামী ও সন্তানদের নিয়ে তিনি চলে যান ব্রিটেনে। সদ্য চল্লিশ পেরোনো ঋষি সুনকের জন্ম, ১৯৮০ সালের ১২ মে। ব্রিটেনের বন্দর শহর সাউদাম্পটনে। বাবা চিকিৎসক। মা ফার্মাসিস্ট। তাঁর ওষুধের দোকান ছিল। সাধারণ পরিবারে জন্মালেও, ঋষি’র দু’চোখে ছোট থেকেই ছিল আকাশ ছোঁয়ার স্বপ্ন!অক্সফোর্ড এবং স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী ঋষি রাজনীতিতে নামার আগে, ছিলেন একজন বিনিয়োগ ব্যবসায়ী। ব্রিটেনের অন্যতম বড় বিনিয়োগ প্রতিষ্ঠানের সহ-প্রতিষ্ঠাতা ঋষি সুনক। ভারতীয় বংশোদ্ভূত ঋষির ভারতীয় যোগ আরও গভীরে! তিনি, তথ্যপ্রযুক্তি সংস্থা ইনফোসিসের প্রতিষ্ঠাতা NR নারায়ণমূর্তির জামাই। নারায়ণ মূর্তির মেয়ে অক্ষতার স্বামী ঋষি সুনক । 
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours