দ্য ওয়াল ব্যুরো: করোনাভাইরাসে আক্রান্তের চিকিত্‍সায় 'মলনুপিরাভির' ট্যাবলেটকে অনুমোদন দিল ব্রিটেন (UK)। এটি কোভিড যুদ্ধের একটি 'গেমচেঞ্জার' হাতিয়ার বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। ব্রিটেনের ওষুধ নিয়ন্ত্রক এই অনুমোদন দিয়েছে আজ। ব্রিটিশ চিকিত্‍সকরা জানিয়েছেন, সম্প্রতি যাঁরা করোনায় সংক্রমিত হয়েছেন এবং ঝুঁকির মুখে রয়েছেন, তাঁদের 'মলনুপিরাভির' ট্যাবলেট দিনে দু'বার দেওয়া হবে।ব্রিটেনের ওষুধ-নির্মাতা কোম্পানি 'মার্ক'-এর এই ট্যাবলেট বানায়। তাদের হাত ধরেছে রিজব্যাক বায়োথেরাপিউটিকস। করোনার চিকিত্‍সায় এটিই প্রথম অ্যান্টিভাইরাল পিল, যা শিরায় বা পেশিতে সূঁচ ফুটিয়ে দিতে হবে না, সরাসরি ট্যাবলেটের মতো খেতে পারবেন রোগীরা। জানা যাচ্ছে, মূলত বিভিন্ন জ্বর অর্থাত্‍ ফ্লু-র চিকিত্‍সার জন্য এই ট্যাবলেট খাওয়া হয়। কিন্তু ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গেছে, এটি খাওয়ার ফলে করোনা রোগীদের হাসপাতালে ভর্তি বা মৃত্যু অনেকটাই কমেছে। স্টেরয়েড ড্রাগ ডেক্সামিথাসোনের পরে মলনুপিরাভির নিয়েই সবচেয়ে বেশি চর্চা হচ্ছে বিশ্বের নানা দেশে। এই ওষুধ নাকি দেহকোষে নাকি ভাইরাসের সংক্রমণ থামিয়ে দিতে পারে ২৪ ঘণ্টার মধ্যেই। সম্প্রতি 'নেচার মাইক্রোবায়োলজি' সায়েন্স জার্নালে মলনুপিরাভির ওষুধের বিষয়ে বিস্তারিত লিখেছিলেন গবেষকরা। ভাইরোলজিস্ট এবং সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডক্টর রিচার্ড প্লেমপার বলেছেন, ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের প্রতিষেধক হিসেবে ব্যবহার করা হয় মলনুপিরাভির। আর ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের সঙ্গে সার্স-কভ-২ ভাইরাসের বিস্তর মিল রয়েছে। ইনফ্লুয়েঞ্জার মতো করোনাও আরএনএ (রাইবোনিউক্লিক অ্যাসিড) ভাইরাস। আর যে কোনও সংক্রামক আরএনএ ভাইরাল স্ট্রেনকে নিষ্ক্রিয় করে দিতে পারে এই ওষুধ। ২৪ ঘণ্টার মধ্যে সংক্রমণ ঠেকাতে পারে বলে দাবি।ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ জানান, এই চিকিত্‍সা পদ্ধতি আদতেই 'গেমচেঞ্জার'। একটি বিবৃতিতে তিনি বলেন, ব্রিটেনের জন্য আজ এক ঐতিহাসিক দিন, বিশ্বে প্রথম দেশ হিসেবে একটি অ্যান্টিভাইরাল ওষুধ অনুমোদন পেয়েছে, যা করোনার চিকিত্‍সায় ঘরে বসেই খাওয়া যাবে। ব্রিটেনের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা মার্ক জানিয়েছে, করোনায় আক্রান্ত হালকা থেকে মাঝারি ঝুঁকির যে সব রোগীদের ওবেসিটি রয়েছে, যাঁদের বয়স বেশি, ডায়াবিটিসি বা হৃদরোগের মতো অন্তত একটি গুরুতর ঝুঁকি রয়েছে, তাঁদের জন্য এই ওষুধের অনুমোদন দেওয়া হয়েছে। মার্ক জানিয়েছে, এই বছরের শেষ নাগাদ ১ কোটি মলনুপিরাভির কোর্স তৈরি করবে তারা। ২০২২ সালে অন্তত ২ কোটি কোর্স তৈরি করা হবে।

Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours