যারা জুমলা বাজি করে সরকার এনেছে,তাদের বিরুদ্ধে সাইকেল র‍্যালির আয়োজন মথুরাপুরে!

  লোকসভা কেন্দ্রের তৃণমূলের মনোনীত প্রার্থী বাপি হালদারের সমর্থনে বিশাল আকারের সাইকেল র‍্যালি হয় কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত এলাকার খড়বাটি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় থেকে প্রায় ৯ কিলোমিটার রাস্তায় , রবিবারদিন সকাল ৯টা থেকে মন্দিরে পূজো দিয়ে এবং মিষ্টিমুখ করে শুরু হয় সাইকেল র‍্যালি, এই র‍্যালিতে অংশ নিয়েছিলন মথুরাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী বাপি হালদার, রায়দিঘীর বিধায়ক ডাক্তার অলক জলদাতা,মথুরাপুর এক নম্বর ব্লকের তৃণমূলের সভাপতি মানবেন্দ্র হালদার সহ প্রায় ২০০০ তৃণমূল সমর্থক বৃন্দ।
রবিবার তৃণমূলের নির্বাচনী সাইকেল র‍্যালিতে উপস্থিত হয়ে বাপি হালদার বলেন, মানুষ আজকের বাইক ছেড়েছে গাড়ি ছেড়েছে আজকের সাইকেল নিয়ে কেনো র‍্যালি করছেন আপনারা নিশ্চিত বুঝতে পারছেন, আজকের যারা জুমলাবাজি দিয়ে মিথ্যা কথা বলে সরকারে এসেছে আজকের দিনে দাঁড়িয়ে তাদের মিনিমাম যে ধারণা সেই ধারণাটাকে বদলানোর জন্য,যে হারে তেলের দাম বৃদ্ধি হয়েছে, যারা বলেছিল পেট্রোলের  দাম ৩৫ টাকা করবে,ডিজেলের দাম ২৫ টাকা করবে,যারা গ্যাসের দাম ৩০০ টাকা  করবে বলেছিল,আজকের দিনে তারা আবার জুমলাবাজি দিতে শুরু করেছে।আপনারা দেখলেন হাজার দুয়েক মানুষ আজকের সাইকেল নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েছেন। এ কথা বলতে প্রতিবাদ জানাতে আজকের আমাদের বাইক ছেড়ে গাড়ি ছেড়ে সাইকেল নিতে হচ্ছে,এতোহারে নিত্য প্রয়োজনীয় জিনিস এবং  তেলের দাম যে ভাবে  বৃদ্ধি হয়েছে। তার প্রতিবাদ জানাতে মানুষ সাইকেল নিয়ে অংশগ্রহণ করেছেন আজকে এই মহা র‍্যালিতে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours