৯টি টেস্ট খেলিয়ে দেশের মধ্যে বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপের পয়েন্ট টেবলে সবচেয়ে নীচে রয়েছে শ্রীলঙ্কা। তার ঠিক আগে অর্থাৎ আট নম্বরে রয়েছে ইংল্যান্ড। এখনও অবধি ১০টি টেস্টে খেলে মাত্র ৩টিতে জিতেছে এবং ৬টিতে হেরেছে আর ১টি ড্র। বেন স্টোকসদের পয়েন্ট ২১। আর পয়েন্ট পার্সেন্টেজ ১৭.৫।

WTC Points Table: বাজ়বলের ব্যান্ড বাজিয়ে WTC পয়েন্ট টেবলে রোহিত-রাজ
WTC Points Table: বাজ়বলের ব্যান্ড বাজিয়ে WTC পয়েন্ট টেবলে রোহিত-রাজ


কলকাতা: বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা দল ভারত। টেস্ট ক্রিকেটে টিম ইন্ডিয়ার (Team India) দাপট দেখার মতো। দেশের মাটিতে এ বার দাপুটে পারফরম্যান্সের মাধ্যমে ইংল্যান্ডের বিরুদ্ধে ৪-১ ব্যবধানে সিরিজ জিতল ভারত। অনেকেই বলছেন, বাজ়বলের ব্যান্ড বাজিয়ে এ বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবলে রোহিত-রাজ চলছে। ধরমশালা টেস্টের আগে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবলের শীর্ষে পৌঁছেছিল টিম ইন্ডিয়া। এ বার সেই শীর্ষ স্থানই আরও মজবুত করল রোহিত ব্রিগেড। পরপর দু’বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (World Test Championship) ফাইনাল খেলেছিল ভারত। কিন্তু টিম ইন্ডিয়া WTC খেতাব জিততে পারেনি। চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে এখনও অবধি ৯টি টেস্ট খেলেছে ভারত। তাতে জয় ৬টি, হার ২টি ও ১টি ড্র।

টিম ইন্ডিয়া ধরমশালা টেস্ট জেতার পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবল আপডেট হয়েছে। তাতে ভারতের পয়েন্ট ৭৪। এবং পয়েন্ট পার্সেন্টেজ ৬৮.৫১। ভারতের পর এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে নিউজিল্যান্ড। এখনও অবধি চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র ৫টি টেস্টে খেলে ৩টিতে জিতেছে এবং ২টিতে হেরেছে। পয়েন্ট ৩৬ এবং পয়েন্ট পার্সেন্টেজ ৬৮.৫১। WTC পয়েন্ট টেবলে তৃতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। বিশ্ব টেস্ট ফাইনালের ২০২৩-২০২৫ চক্রে ১১টি টেস্টে খেলে ৭টিতে জিতেছে, হার ৩টি ও ১টি ড্র।

৯টি টেস্ট খেলিয়ে দেশের মধ্যে বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপের পয়েন্ট টেবলে সবচেয়ে নীচে রয়েছে শ্রীলঙ্কা। তার ঠিক আগে অর্থাৎ আট নম্বরে রয়েছে ইংল্যান্ড। এখনও অবধি ১০টি টেস্টে খেলে মাত্র ৩টিতে জিতেছে এবং ৬টিতে হেরেছে আর ১টি ড্র। বেন স্টোকসদের পয়েন্ট ২১। আর পয়েন্ট পার্সেন্টেজ ১৭.৫।


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours