সংখ্যালঘু অধ্যুষিত সাগরদিঘি কি ধরে রাখতে পারবে তৃণমূল?

আজ সাগরদিঘি উপ নির্বাচনের ফল প্রকাশ। বলা চলে এক প্রকার সেমিফাইনাল। সংখ্যালঘু অধ্যুষিত সাগরদিঘি কি ধরে রাখতে পারবে তৃণমূল? নাকি ভোট কাটাকুটিতে বদলে যাবে রেজাল্ট? বিজেপি কিংবা বাম-কংগ্রেস জোট করবে বাজিমাত? সব নজর থাকবে আজকের ভোট বাক্সে।



সাগরদিঘি বিধানসভায় মোট ভোটারের সংখ্যা ২ লক্ষ ৪৫ হাজার ৮২৫। মহিলা ভোটার রয়েছেন ১ লক্ষ ২৪ হাজার ৫৩৩ জন। গত সোমবারই ভোটগ্রহণ হয় সাগরদিঘিতে। এই উপ নির্বাচনে ভোট পড়েছে ৭৫.১৮ শতাংশ। রাজনৈতিক মহলের মতে, এই কেন্দ্রে নির্ণায়ক ভূমিকায় থাকবেন সংখ্যালঘু ভোটাররা। ২০১১ সাল থেকেই এই কেন্দ্রে ক্ষমতায় রয়েছে তৃণমূল। ২০২২ সালের ডিসেম্বর মাসে তৃণমূলের বিধায়ক সুব্রত সাহার অকাল প্রয়াণের পর এই উপ নির্বাচন হয়।

সাত রাউন্ড শেষে আট হাজার ভোটে এগিয়ে বাইরন বিশ্বাস
শুরু বাম-কংগ্রেস কর্মীদের বিজয় উচ্ছ্বাস। লাল পতাকা-হাত চিহ্ন একসঙ্গে মেতেছে বিজয় উৎসবে। সাগরদিঘি ব্লক মোড়ে কংগ্রেস -সিপিএম কর্মীরা আবির খেলছেন। বাম কর্মী বলেন, “আগামী দিনে সাগরদিঘি সারা রাজ্যেকে পথ দেখাবে। অনেকদিন পর মানুষ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন।”

পঞ্চম রাউন্ডের গণনা শেষে বায়রন বিশ্বাস এগিয়ে ৫ হাজার ৯৩ ভোটে।
নির্বাচন কমিশনের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত (সকাল ১১টা) বাম-কংগ্রেস জোট প্রার্থী বায়রন বিশ্বাস পেয়েছেন ১১ হাজার ৪৩৫ ভোট। তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাশীস বন্দ্যোপাধ্যায় পেয়েছেন ৯ হাজার ৩৫৫ ভোট। বিজেপি প্রার্থী ৩ হাজার ৫৩ ভোট পেয়েছেন।
নির্বাচন কমিশনের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, বাম-কংগ্রেস জোট ৪৬.৩৭ শতাংশ ভোট পেয়েছে। তারপরই তৃণমূল। ঘাসফুল শিবিরের ঝুলিতে এখনও পর্যন্ত ৩৭ দশমিক ৯৩ শতাংশ ভোট রয়েছে। বিজেপি পেয়েছে ১২ দশমিক ৩৮ শতাংশ।
চতুর্থ রাউন্ড শেষে ২ হাজার ৮৮৮ ভোটে এগিয়ে কংগ্রেস।
একুশের নির্বাচনের উলটপুরাণ উপনির্বাচনে? তৃতীয় রাউন্ডেও এগিয়ে বাম-কংগ্রেস জোট প্রার্থী বাইরন বিশ্বাস। শেষ পাওয়া খবর অনুযায়ী, ৬ হাজার ২০ ভোটে এগিয়ে তিনি।
শেষ পাওয়া খবর অনুযায়ী ৬ হাজারের বেশি ভোটে এগিয়ে বাইরন বিশ্বাস। পিছিয়ে তৃণমূল।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours