ভোট পরবর্তী হিংসা মামলায় (Post Poll Violence Case) সুপ্রিম কোর্টে ধাক্কা খেলেন বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) রক্ষাকবচ কার্যত প্রত্যাহার হয়ে গেল সুপ্রিম কোর্টে (Supreme Court)। আদালত জানিয়েছে, অন্য মামলায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন অনুব্রত। তাই রক্ষাকবচের এখন খুব একটা গুরুত্ব নেই। তাই তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পারবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (CBI)।

হাইকোর্ট থেকে পাওয়া অনুব্রতর রক্ষাকবচ প্রত্যাহার সুপ্রিম কোর্টে

ভোট পরবর্তী হিংসা মামলায় অনুব্রতর নামে এফআইআর দায়ের করেছিল সিবিআই। ভারতীয় অপরাধ আইনের ১৪০ ধারায় নোটিসও পাঠানো হয়। সেই মামলায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অনুব্রত। সেখানে অনুব্রতকে রপক্ষাকবচ দেয়  আদালত। তাঁকে গ্রেফতার করা যাবে না, আদালতের অনুমতি নিতে হবে বলে জানায়। হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যায় সিবিআই।

শুক্রবার তারই শুনানি চলছিল শীর্ষ আদালতে। সেখানে অবনুব্রতর আইনজীবী জানান, অনুব্রতর নামে ভুল এফআইআর দায়ের করা হয়েছে। ৬০ কিলোমিটার দূরে ডাকা হয়।  তাই রক্ষাকবচ দিয়ে ঠিকই করেছে হাইকোর্ট। এর পাল্টা সিবিআই জানায়, অনুব্রত ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন। আদালতের রক্ষাকবচ এখন কার্যকর নয়। 

দুই পক্ষের সওয়াল-জবাব শুনে আদালত জানায়, অন্য একটি মামলায় আগেই গ্রেফতার হয়েছেন অনুব্রত। সিবিআই-এর হেফাজতে রয়েছেব তিবনি। তাই আদালত প্রদত্ত রক্ষাকবচ আর কার্যকর থাকছে না। যেহেতু আগে থেকেই হেফাজতে রয়েছেন তিনি, তাই ভোট পরবর্তী হিংসা মামলাতেও হেফাজতে রেখে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই। হাইকোর্টের রক্ষাকবচ প্রত্যাহারের কথাও জানায় আদালত। 


এ দিন শীর্ষ আদালতে অনুব্রতর আইনজীবী জানান, অনুব্রতর বিরুদ্ধে অভিযোগের কোনও সারবত্তা নেই। তা নিয়ে ইতিমধ্যে আবেদনও জমা পড়েছে হাইকোর্টে। এতে শীর্ষ আদালত দ্রুত সেই পিটিশনের শুনানির নির্দেশ দেয় কসকাতা হাইকোর্টকে। 


ভোট পরবর্তী হিংসা মামলায় অনুব্রতকে জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই


 মন্তব্য সর্বোচ্চ আদালতের। অনুব্রতকে কলকাতা হাইকোর্টের রক্ষাকবচের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যায় সিবিআই। হিংসা-মামলায় অনুব্রতর নামে ভুল এফআইআরের অভিযোগ আইনজীবীর।- হাইকোর্টকে মামলার দ্রুত শুনানির নির্দেশ সুপ্রিম কোর্টের। সিবিআই-এর দায়ের করা এফআইআর নিয়ে আদালতকে দ্রুত সিদ্ধান্ত নিতে বলা হয়েছে।

Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours