শীর্ষ আদালতের রায়ের শেষ অংশে বলা হয়েছে, বেআইনিভাবে কেউ নিযুক্ত হয়েছেন, প্রমাণ হলে শুনানি থেকে রায়দান পর্যন্ত যে বেতন তাঁরা পাবেন, সেটা ফেরত দিতে হবে। এই অনুসারে মুচলেকা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

 ৪৫৯৯ জনের তালিকা সুপ্রিম কোর্টে দিয়েছে SSC, কী হবে ভবিষ্যৎ
সুপ্রিম কোর্টে এসএসসি মামলার শুনানি


কলকাতা: স্কুল সার্ভিস কমিশনের মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশের পর স্বস্তি ফিরেছে বড় অংশের শিক্ষক ও শিক্ষাকর্মীদের। হাইকোর্টের নির্দেশে চাকরি বাতিল হওয়ার পর আপাতত চাকরিতে ফিরেছেন হাজার হাজার শিক্ষক। এদিকে, নির্বাচনের মাঝে চাকরি বহাল থাকায় স্বস্তির নিশ্বাস ফেলেছে শাসক দলও। কিন্তু এই রায়ের জেরে এসএসসি কতটা স্বস্তিতে? শীর্ষ আদালতের নির্দেশনামায় উল্লেখ করা হয়েছে, ৪৫৯৯ জনের তালিকা আদালতে তুলে দিয়েছে কমিশন। অবৈধ নিয়োগের তালিকা হিসেবে এই তথ্য দিয়েছে এসএসসি। এদের চাকরি যদি সত্যিই বেআইনি বলে প্রমাণিত হয়, তাহলে কী হবে ভবিষ্যৎ?


শীর্ষ আদালতের রায়ের শেষ অংশে বলা হয়েছে, বেআইনিভাবে কেউ নিযুক্ত হয়েছেন, প্রমাণ হলে শুনানি থেকে রায়দান পর্যন্ত যে বেতন তাঁরা পাবেন, সেটা ফেরত দিতে হবে। এই অনুসারে মুচলেকা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

অর্ডার কপির ১২ ও ১৩ নম্বর পাতায় উল্লেখ করা হয়েছে যে এসএসসি অবৈধ নিয়োগের তালিকা জমা দিয়েছে। আদালতে নিজেদের সওয়ালেও বেআইনি নিয়োগের কথা বলেছিল কমিশন। আইনজীবীরা বলছেন, ৪৫৯৯ জনের চাকরিতে বেনিয়ম প্রমাণিত হলে পুরো প্যানেলের ওপর প্রভাব নাও পড়তে পারে।


এসএসসি এই তালিকা আদালতে তুলে দেওয়ায় প্রশ্ন উঠবে, তাহলে কি সত্যিই টাকার বিনিময়ে চাকরি পেয়েছেন অভিযুক্তরা? পেলে সেই টাকা কাদের হাতে গিয়েছে? নিয়োগ দুর্নীতিতে টাকা দিতে চাকরি দেওয়ার অভিযোগে ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন একাধিক তৃণমূল নেতা। অভিযুক্তদের চাকরি বাতিল হলে কি আরও কয়েকজন নেতার নাম উঠে আসবে? সেই প্রশ্নও উঠছে। আর সে ক্ষেত্রে নিয়োগকারী সংস্থা কি সত্যি পারবে শাসকদলের চাপের কাছে মাথানত হতে না হয়ে শুধু যোগ্যদের হয়ে লড়াই করতে?
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours