মধ্যরাত থেকে শুরু হলো সাগরের কোম্পানীছাড় দাস পাড়া এলাকায় ঐতিহ্যবাহী কৃষ্ণ কালী মায়ের পুজো

অমাবস্যা তিথিতে সোমবার মধ্যরাত থেকে শুরু হলো দক্ষিণ ২৪ পরগনা জেলার সাগর ব্লকের কোম্পানীছাড় দাসপাড়া এলাকায় ঐতিহ্যবাহী কৃষ্ণ কালী মায়ের পুজো,এক কথায় খড়পুড়া কালী মায়ের পূজো নামে পরিচিত, 

এই পুজোর বিশেষ আকর্ষণ হলো মুড়িগঙ্গা নদী থেকে মায়ের ঘটোত্তোলন করে আসার সময় প্রায় ৩ থেকে ৪ কিলোমিটার রাস্তায় ধানের খড় পুড়িয়ে পুড়িয়ে আসা হয়
সোমবার মধ্যরাতে সাগরের কোম্পানীছাড় দাসপাড়ার ওই ঐতিহ্যবাহী কৃষ্ণ কালী মায়ের পুজোর ঘটোত্তোলন দেখার জন্য ভিড় জমিয়েছিল প্রচুর মানুষ
সোমবার মধ্যরাতে সেই খড় পুড়নোর ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন কাকদ্বীপ ডটকমের ক্যামেরার মাধ্যমে

স্টাফ রিপোর্টার সৌরভ মন্ডল
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours