বেআইনি চলাই মদ বিক্রির অভিযোগে সাগরের কোম্পানীছাড় নতুন বাজার এলাকা থেকে এক যুবককে গ্রেফতার করে শুক্রবার সাগর থেকে কাকদ্বীপ মহাকুমা আদালতে নিয়ে গেল সাগরের আবগারি দপ্তরের পুলিশ
আবগারি পুলিশ সূত্রে জানা যায় ১৪ই মার্চ বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাগরের আবগারি দপ্তরের পুলিশ,সাগরের কোম্পানীছাড় নতুন বাজার এলাকা থেকে বেআইনি চলাই মদ বিক্রি করার অভিযোগ বেশ কয়েক লিটার চলাই মদ সহ শংঙ্কর মন্ডল নামে এক যুবককে গ্রেফতার করে, এরপর ১৫ই মার্চ শুক্রবার অভিযুক্ত শংঙ্কর মন্ডল নামে ওই যুবককে সাগর থেকে কাকদ্বীপ মহকুমার আদালতে নিয়ে গেল সাগরের আবগারি দপ্তরের পুলিশ
সেই ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন কাকদ্বীপ ডটকমের ক্যামেরার মাধ্যমে
স্টাফ রিপোর্টার সৌরভ মন্ডল
Post A Comment:
0 comments so far,add yours