মার্চ মাসেই ঘোষণা হতে পারে লোকসভা নির্বাচনেরও। তার আগেই বড় ঘোষণা করতে পারে কেন্দ্রীয় সরকার। একধাক্কায় বেশ অনেকটাই বাড়তে পারে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন। প্রতি বছরের মতো এবারও মহার্ঘ ভাতা নিয়ে বড় ঘোষণা করতে পারে কেন্দ্রীয় সরকার। এবার কত টাকা মহার্ঘ ভাতা বাড়াবে সরকার? তাতে বেতনই বা কত বাড়বে সরকারি কর্মীদের? 

মার্চেই DA বাড়াবে কেন্দ্রীয় সরকার, কত টাকা বেতন বাড়বে সরকারি কর্মীদের?
ফাইল চিত্র

নয়া দিল্লি: মাস ঘুরলেই শেষ হয়ে যাবে আরও একটি অর্থবর্ষ। মার্চ মাসেই ঘোষণা হতে পারে লোকসভা নির্বাচনেরও। তার আগেই বড় ঘোষণা করতে পারে কেন্দ্রীয় সরকার। একধাক্কায় বেশ অনেকটাই বাড়তে পারে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন। প্রতি বছরের মতো এবারও মহার্ঘ ভাতা নিয়ে বড় ঘোষণা করতে পারে কেন্দ্রীয় সরকার। এবার কত টাকা মহার্ঘ ভাতা বাড়াবে সরকার? তাতে বেতনই বা কত বাড়বে সরকারি কর্মীদের?


প্রতি বছর জানুয়ারি ও জুলাই মাসে- দুই ধাপে মহার্ঘ ভাতা বৃদ্ধি করে কেন্দ্রীয় সরকার। সাধারণত মার্চ মাসেই মহার্ঘ ভাতার ঘোষণা করে সরকার।

কত শতাংশ ডিএ বাড়াবে সরকার?
কনজিউমার প্রাইজ ইনডেক্সের হিসাব করেই শ্রম মন্ত্রক মহার্ঘ ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নেয়। সপ্তম পে কমিশনের সুপারিশের ভিত্তিতে মহার্ঘ ভাতার হিসাব করা হয়। বর্তমানে কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা ৪৬ শতাংশ হারে মহার্ঘ ভাতা বা ডিএ পান। এবার কেন্দ্রীয় সরকার ৪ শতাংশ হারে মহার্ঘ ভাতা বৃদ্ধি করতে পারে। অর্থাৎ আগামী অর্থবর্ষ থেকে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৫০ শতাংশ হারে ডিএ পেতে পারেন। ডিএ-র পাশাপাশি সরকারি পেনশনভোগীদের জন্য ডিআর-ও ৪ শতাংশ হারে বৃদ্ধি করা হতে পারে।


৪ শতাংশ ডিএ বাড়লে কত বেতন পাবেন সরকারি কর্মীরা?
যদি কেন্দ্রীয় সরকার ৪ শতাংশ হারে ডিএ বৃদ্ধি করে, তবে সরকারি কর্মীদের হাতে পাওয়া বেতনের পরিমাণও বাড়বে। ধরা যাক, একজন সরকারি কর্মীর বেসিক বেতন ৫৩ হাজার ৫০০ টাকা। এর উপরে ৪৬ শতাংশ ডিএ-র হিসাবে অতিরিক্ত ২৪ হাজার ৬১০ টাকা পান সরকারি কর্মীরা। যদি ৪ শতাংশ ডিএ বাড়িয়ে ৫০ শতাংশ ডিএ করা হয়, তবে আরও ২১৪০ টাকা বেতনে যোগ হবে।

একইভাবে পেনশনভোগী সরকারি কর্মীদের ডিআর-ও যদি ৫০ শতাংশে বৃদ্ধি পায়, তবে মাসিক প্রাপ্ত অর্থের উপরে অতিরিক্ত ১৬৪৪ টাকা পাবেন।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours