২০২৪-এর গঙ্গাসাগর মেলার প্রস্তুুতিতে বড় বাঁধা মুড়িগঙ্গা নদীর নতুন চর

 জেলা শাসক ও সুন্দরবন মন্ত্রীর উপস্থিতিতে জরুরী বৈঠক জেলাশাসকের। শুক্রবার থেকে বেশি করে কাজে লাগানো হবে পলি কাটার যন্ত্র। মুড়িগঙ্গা নদীতে ড্রেজিং কাজ ক্ষতিয়ে দেখলেন সেচমন্ত্রী পার্থ ভৌমিক পাশাপাশি রাতেই মাপা হল মুড়িগঙ্গা নদীর জলস্তর,
জানুয়ারির প্রথম সপ্তাহে শুরু হবে ২০২৪-এর গঙ্গাসাগর মেলা। কিন্তুু তার আগেই মেলার প্রস্তুুতিতে বড়সড় বাধার মুখে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন। কাকদ্বীপের মুড়িগঙ্গা নদীতে নতুন চর তৈরী হওয়ায় ভেসেল চলাচল প্রতিদিন ব্যহত হচ্ছে। ডিসেম্বরের শেষ সপ্তাহে শেষ হওয়ার কথা ছিল মুড়িগঙ্গা নদীতে পলি কাটার কাজ। কিন্তুু নতুন চরের জেরে তড়িঘড়ি বৈঠকে বসল জেলা প্রশাসন। একুশে ডিসেম্বর বৃহস্পতিবার কাকদ্বীপ মহকুমা প্রশাসনিক ভবনে জেলাশাসক সুমিত গুপ্তার পৌরহিত্যে বসল জরুরী বৈঠক। ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা। 
বিকেলে আসেন সেচমন্ত্রী পার্থ ভৌমিক। দীর্ঘক্ষণ মুড়িগঙ্গা নদীতে জল মাপার পাশাপাশি চলল পর্যবেক্ষণ। পরে মন্ত্রী পার্থ ভৌমিক ও বঙ্কিম হাজরা সমস্যার কথা স্বীকার করে নিলেন। বাইশে ডিসেম্বর শুক্রবার থেকে অতিরিক্ত পলি কাটার যন্ত্র বসানো হবে বলে জানালেন পার্থ ভৌমিক,এদিন সেচ মন্ত্রীর ও সুন্দরবন উন্নয়ন মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন দক্ষিণ ২৪ পরগনা জেলাশাস সুমিত গুপ্তা, সুন্দরবন পুলিশ জেলার এসপি কোটেশ্বর রাও,কাকদ্বীপের বিধায়ক মধুরাম পাখিরা ও কাকদ্বীপের SDO মধুসূদন মন্ডল,সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা,
এরপর ভেসেলের কর্মীদের মুখেও আশঙ্কার কথা শোনা গেল। ডিসেম্বরের শেষ সপ্তাহে নদীর পলি কাটা শেষ করার কথা থাকলেও অনিশ্চতায় তৈরী হয়েছে। মকর সংক্রান্তিতে গঙ্গাসাগর মেলায় লক্ষ লক্ষ পুণ্যার্থী আসবে সারা দেশ থেকে। পুণ্যার্থীদের যাতায়াতের অন্যতম ভরসা কাকদ্বীপের মুড়িগঙ্গা নদী। দীর্ঘদিন ধরে এই নদীতে পলি জমতে থাকায় ভাটার সময় কাকদ্বীপের লট নম্বর এইট থেকে গঙ্গাসাগরের কচুবেড়িয়ার ভেসেল ঘাটে যাওয়ার জন্য যাত্রী পারাপারের ভেসেল বন্ধ থাকছে। মেলা শুরুর কুড়ি দিন আগেও গড়ে ৭ থেকে ৮ ঘন্টা ভেসেল পরিশেবা বন্ধ রাখতে হচ্ছে। প্রতিদিন চরম হয়রান হতে হচ্ছে সাগরের বাসিন্দা থেকে তীর্থযাত্রীদের।



স্টাফ রিপোর্টার সৌরভ মন্ডল 

Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours