অভিযোগ উঠেছিল, রেশন বন্টন দুর্নীতি নিয়ে প্রশ্ন ওঠার পর আরটিআই-তে জানা গিয়েছিল, রাজ্যে কত রেশন কার্ড আছে, কোন ক্যাটেগরির উপভোক্তারা কী পান, রাজ্য সরকার মাসে বা সপ্তাহে কোন কার্ডে কতটা খরচ করে সে বিষয়ে কোনও তথ্যই দেওয়া হয়নি ক্যাগ-কে।

'রাজ্য সরকারের উচিত CAG-কে সব তথ্য দেওয়া', বার্তা রাজ্যপালের
রাজ্যপাল সিভি আনন্দ বোস।

কলকাতা: বিভিন্ন বিষয়ে রাজ্য সরকার ক্যাগ-কে যথেষ্ট তথ্য দেয় না। এমন অভিযোগ সামনে এসেছে একাধিকবার। এবার নাম না করে রাজ্য সরকারকে ক্যাগ-এর প্রয়োজনীয়তা বোঝালেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। সিএজি অফিসে গিয়ে তিনি বলেন, “ক্যাগের কাজকে স্বাগত জানানো উচিত। প্রত্যেক প্রশাসনের নৈতিক কর্তব্য হওয়া উচিত।” প্রত্যেক রাজ্যের সরকার যাতে ক্যাগের কাজকে গুরুত্ব দেয়, সেই বার্তাই দিয়েছেন রাজ্যপাল। বুধবার অডিট দিবস উপলক্ষে কলকাতার ‘কম্পট্রোলার অ্যান্ড অডিট জেনারেল’-এর অফিসে উপস্থিত হয়ে এভাবেই অডিটরদের কাজের বর্ণনা করেন রাজ্যপাল।


রাজ্য প্রশাসনের বিরুদ্ধে আগেই তথ্য গোপন করার অভিযোগ উঠেছে। রেশন বন্টন দুর্নীতি নিয়ে প্রশ্ন ওঠার পর আরটিআই-তে জানা গিয়েছিল, রাজ্যে কত রেশন কার্ড আছে, কোন ক্যাটেগরির উপভোক্তারা কী পান, রাজ্য সরকার মাসে বা সপ্তাহে কোন কার্ডে কতটা খরচ করে সে বিষয়ে কোনও তথ্যই দেওয়া হয়নি ক্যাগ-কে।

রাজ্যপাল এদিন বলেন, সিএজি সর্বদা সত্য তথ্য তুলে ধরে। কে দোষী, কে দোষী নয়, তা সিএজি-র অডিটররা বের করে আনেন। তিনি আরও উল্লেখ করেছেন, অর্থ কোথায় ব্যয় হচ্ছে, তা সঠিকভাবে খতিয়ে দেখার জন্য সিএজি-কে তথ্য দেওয়া উচিত। কারণ তারা বেহিসেবি খরচ নিখুঁতভাবে বিশ্লেষণ করে, কে দোষী তা খুঁজে বের করতে পারেন একমাত্র অডিটররা।


রাজ্যপাল আরও বলেন, “অডিটরদের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ।” তাঁর মতে, মানুষের কষ্টের উপার্জন করা অর্থ কোথায় খরচ হচ্ছে, সেই হিসেব রাখা খুবই জরুরি।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours