দুই মাস ধরে জেলায় জেলায় ঘুরে আমজনতার কথা শুনবেন তিনি। আর এই কর্মসূচি থেকেই তৈরি হবে পঞ্চায়েতের প্রার্থী বাছাইয়ের ব্লু-প্রিন্ট। মঙ্গলবার অভিষেকের সেই জনসংযোগ যাত্রার প্রথম দিন। কোচবিহার থেকে শুরু হচ্ছে অভিষেকের এই জনসংযোগ কর্মসূচি।
Abhishek Jono Sanjog Yatra Live: গোপন ব্যালটে জানান পছন্দের প্রার্থী নাম: অভিষেককোচবিহারে জনসংযোগ যাত্রায় অভিষেক
LIVE NEWS & UPDATES
25 Apr 2023 12:50 PM (IST)
গোপন ব্যালটে জানান পছন্দের প্রার্থী নাম: অভিষেক
সভামঞ্চ থেকে একটি বিশেষ ধরনের ব্যালট পেপার দেখালেন অভিষেক। বললেন, ‘এই ব্যালট পেপার সকলকে দেওয়া হবে। সেখানে জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতের প্রার্থীর নাম জানানো যাবে। এটি গোপান ব্যালট। আপনার নাম বা কিছু থাকবে না। এটি পূরণ করে ব্যালট বক্সে ফেলে দিন। তারপর মানুষ যাঁকে মান্যতা দেবে, তৃণমূল তাঁকেই প্রার্থী করে জেতাবে। বাংলায় ৩৩৪৩টি পঞ্চায়েত রয়েছে। সব জায়গায় আমি যাব। মানুষের পঞ্চায়েত গড়ে ছাড়ব।’ অভিষেকের দাবি, এমন উদ্যোগ ভারতে কোনওদিন হয়নি। বললেন, ‘একশো টি ভোটের মধ্যে যদি ৫১ জন মানুষর বলে আমার অমুক প্রার্থীকে চাই, তাহলে তৃণমূল কংগ্রেস তাঁকেই প্রার্থী করবে। যাঁরা ব্যালট বক্সে ভোট দিতে পারবেন না, তাঁদের জন্য ৭৮৮৭৭৭৮৮৭৭ নম্বরও দিয়ে দিলেন। বাড়ি থেকে গ্রাম পঞ্চায়েতের নাম, বুথের নাম ও আসন নম্বর উল্লেখ করে পছন্দের প্রার্থীর নাম জানানো যাবে বলে জানালেন অভিষেক।

25 Apr 2023 12:43 PM (IST)
আপনি যাঁকে প্রার্থী হিসেবে মান্যতা দেবেন, তাঁকে দল সর্বশক্তি প্রয়োগ করে জেতাবে: অভিষেক
অভিষেক বললেন, ‘আপনার বুথে কে প্রার্থী হবে, তা তৃণমূল কংগ্রেস ঠিক করবে না। আপনি যাঁকে প্রার্থী হিসেবে মান্যতা দেবেন, দলের সর্বশক্তি প্রয়োগ করে আমরা তাঁকে জিতিয়ে আনব। মানুষ ঠিক করবে মানুষের প্রার্থী কে।’

25 Apr 2023 12:37 PM (IST)
আমরা বলছি, নিজের প্রার্থী বেছে নিন, এটা কেউ করবে না: অভিষেক
অভিষেক বললেন, 'শুধু নিজের ভোট নিজে দিন, এই কথা নয়। নিজের ভোট তো নিজে দেবেনই। সেই সঙ্গে নিজের প্রার্থী বেছে নিন। এটা কেউ করবে না। আমাদের দরকার ছিল না রাস্তায় নেমে মানুষের পাশে থাকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ২০২৬ সালের মে মাস পর্যন্ত ক্ষমতায় রয়েছে। তার আগেই আমরা রাস্তায় নেমে আপনাদের পাশে এসে দাঁড়িয়েছি। কারণ একজন বিধায়ক বা সাংসদ উন্নয়ন করতে চাইলেও পঞ্চায়েতে সঠিক প্রতিনিধি না থাকলে উন্নয়ন বাধাপ্রাপ্ত হয়।

25 Apr 2023 12:32 PM (IST)
নিজের অধিকার বুঝে নিতে ভোট দিন: অভিষেক
অভিষেক বললেন, 'আগামী পঞ্চায়েতে কোনও ধর্মীয় ভাবাবেগ নয়, মোদীজির ৫৬ ইঞ্চির ছাতি নয়, বালাকোটের নামে নয়, আপনার বাড়ির শিশুর উজ্জ্বল ভবিষ্যতের জন্য আপনাকে ভোট দিতে হবে। গ্রামে যাতে রাস্তা হয় এবং একশো দিনের কাজের টাকার দাবি যাতে দিল্লির বুক থেকে আপনি ছিনিয়ে আনতে পারেন, সেই জন্য ভোট দিতে হবে। নিজের অধিকার বুঝে নিতে, নিজের প্রার্থীকে বেছে নিতে ভোট দিতে হবে।'

25 Apr 2023 12:30 PM (IST)
নিজের পঞ্চায়েতের কথা ভেবে ভোট দিন: অভিষেক
উত্তরবঙ্গের ইস্যুতে আবার সরব অভিষেক। বললেন, 'তথাকথিত উত্তরবঙ্গ বলে একটি শব্দবন্ধ ব্যবহার করে কেউ কেউ মানুষকে ভুল বুঝিয়ে তাঁদের ভোট নিয়ে পৃথক রাজ্য করার দাবি তুলেছে। তারা আপনাদের পাশে কখনও দাঁড়ায়নি। আগামী দিনে যখন ভোটাধিকার প্রয়োগ করবেন, নিজের পঞ্চায়েতের কথা ভেবে করবেন। ২০১৯ সালে যখন আপনারা ভোটাধিকার প্রয়োগ করেছিলেন, তখন একশো দিনের কাজ, আবাস, গ্রামের রাস্তার কথা ভেবে করেননি। কেউ বুকে হাত রেখে বলতে পারবেন ২০১৯ সালে গ্রামের রাস্তা, পানীয় জল, শিক্ষা-স্বাস্থ্যের উন্নতির কথা সামনে রেখে ভোট দিয়েছিলেন?'


25 Apr 2023 12:20 PM (IST)
রাজনৈতিক কথা বলতে আসিনি, পঞ্চায়েতে কাকে প্রার্থী চান, জানতে এসেছি: অভিষেক
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বললেন, 'আমাদের একটাই অহঙ্কার। তা হল মানুষের সমর্থন এবং আগামী দিনে মানুষের পঞ্চায়েত গঠন করা। আপনারা পঞ্চায়েতে কাকে প্রার্থী চান, তা জানতে এসেছি। আমি এখানে রাজনৈতিক কথা বলতে আসিনি। রাজনৈতিক কথা হয়ত সারাবছর আপনারা শোনেন আমার মুখ থেকে।'

25 Apr 2023 12:14 PM (IST)
ঘর-বাড়ি-পরিবার-বন্ধু-বান্ধব সব ছেড়ে এসেছি: অভিষেক
অভিষেক বললেন, 'একটু অসুবিধা, কষ্ট হলেও, আগামী দিনে মানুষের পঞ্চায়েতের কথা ভেবে আমার কথা আপনাদের শুনতে হবে। দুই মাসের জন্য ঘর-বাড়ি-পরিবার-বন্ধু-বান্ধব সব ছেড়ে এসেছি আপনাদের সঙ্গে থাকব বলে। কোনও শাসক দল এভাবে রাস্তায় নামে না, বিরোধী দল নামে। আমরা ক্ষমতা থেকেও রাস্তায় নামছি, মানুষের পাশে যাচ্ছি। কারণ আমাদের কোনও অহঙ্কার নেই।'
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours