দেশজুড়ে দাবানলের মতো ছড়াচ্ছে ওমিক্রন সংক্রমণ।

এর মধ্যেই ১০ জানুয়ারি থেকে দেশে শুরু হয়েছে বুস্টার ডোজ দেওয়ার প্রক্রিয়া। স্বাস্থ্যকর্মী, প্রথমসারির করোনা যোদ্ধা, ষাটোর্ধ্ব ব্যক্তি যাঁদের কো-মর্বিডিটি রয়েছে, তাঁরাই বর্তমানে বুস্টার ডোজ পাবেন।

এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে সরকারের এক স্বাস্থ্য বিশেষজ্ঞের দাবি, ওমিক্রন অদমনীয়! বুস্টার ডোজেও মিলবে না সুরক্ষা। হু হু করে ছড়িয়ে পড়বে ওমিক্রন সংক্রমণ। টিকা নেওয়া রয়েছে, এমন ব্যক্তিদেরও ওমিক্রন আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
আইসিএমআর-এর ন্যাশনাল ইনস্টিটিউট অফ এপিডেমিওলজি-র এপিডেমিওলজিস্টের সায়েন্টিফিক অ্যাডভাইসরি কমিটির চেয়ারম্যান ড. জয়প্রকাশ মুলীয়ীলের বক্তব্য, গোটা বিশ্বজুড়েই ওমিক্রন সংক্রমণ রুখতে ব্যর্থ বুস্টার ডোজ়। তবে দ্রুত গতিতে ছড়িয়ে পড়লেও, ওমিক্রনের ক্ষেত্রে গুরুতর অসুস্থ হওয়ার সম্ভাবনা কম। তাছাড়াও হাসপাতালে ভর্তি হওয়ার হারও কম এই সময়। তিনি আরও বলেন, 'করোনার নতুন যে প্রজাতির সঙ্গে আমরা লড়াই করছি, তা বেশ খানিকটা আলাদা। ডেল্টার মতো ভয়ানক নয় ওমিক্রন। বিশেষত জ্বর, সর্দিকাশির মতোই উপসর্গ দেখা যাচ্ছে অধিকাংশের।'
বুস্টার ডোজ নিয়ে ড. জয়প্রকাশ মুলীয়ীল জানান, দেশে কোভিডের প্রথম ঢেউ আছড়ে পড়ার পরেই আক্রান্ত হয়েছিলেন বহু মানুষ। তখনও টিকাকরণ শুরু হয়নি দেশে। করোনার প্রথম টিকাই বুস্টার ডোজ় হিসাবেই কাজ করেছে। সরকারি কোনও প্রতিষ্ঠান বা বিশেষজ্ঞদের তরফে বুস্টার ডোজ় নেওয়া বাধ্যতামূলক করা হয়নি। শুধু পরামর্শ দেওয়া হয়েছে। বহু ষাটোর্ধ্ব ব্যক্তি কোভিড টিকার দুটি ডোজ নিয়েও করোনা আক্রান্ত হয়েছেন। তাঁর বক্তব্য, 'অধিকাংশ মানুষই বুঝতে পারবেন না তাঁরা কখন আক্রান্ত হয়েছেন। প্রায় ৮০ শতাংশেরও বেশি মানুষ তাঁদের করোনা সংক্রমিত হওয়ার কথা জানতেও পারবেন না।'
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours