ডেঙ্গিতে (Dengue) ফের হাওড়ায় (Howrah) ৯ বছরের ছাত্রের মৃত্যু। মুকুন্দপুর আমরিতে মৃত্যু হাওড়ার তিলপুকুরে বালকের। জ্বর নিয়ে গতকাল রাত সাড়ে ৮টায় হাসপাতালে ভর্তি করা হয় তাকে। এর পর এমার্জেন্সিতেই কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে ভোর সাড়ে ৩টেয় মৃত্যু হয় তাঁর। জানা গিয়েছে, ১০দিন ধরে জ্বর ছিল তার। এরপরেই কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে বালকের মৃত্যু হয়। ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত বালক মহম্মদ জিশান রেজা হাওড়ার বাসিন্দা। 

ডেঙ্গি সচেতনতা অভিযান: বুধবার বরানগরে (Baranagar) পুরসভার ডেঙ্গি অভিযানে ৯ নম্বর ওয়ার্ডে উত্তেজনা ছড়াল। আবাসনের জলের ট্যাঙ্কে ডেঙ্গির জীবাণুবাহী মশার লার্ভা দেখে আবাসিকদের সতর্ক করেন তৃণমূল কাউন্সিলর রামকৃষ্ণ পাল। আবাসিকরা পুরসভার ঘাড়ে দায় চাপানোয়, দু’ পক্ষের মধ্যে বাদানুবাদ শুরু হয়। প্রয়োজনে আবাসন কর্তৃপক্ষকে নোটিস দেওয়া হবে বলে জানিয়েছেন তৃণমূল কাউন্সিলর। বিজেপির দাবি, গোটাটাই আই ওয়াশ। 

ডেঙ্গি আক্রান্তের পরিসংখ্যান: রাজ্যে ৮৫ জনের প্রাণ কেড়েছে ডেঙ্গি! আক্রান্তের সংখ্যা ৫১ হাজার পেরিয়ে গেছে। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, রাজ্যে এক-একদিনে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা হাজার ছুঁইছুঁই। মঙ্গলবারই ডেঙ্গিপ্রবণ জেলা প্রশাসনগুলোকে সতর্ক করেছেন মুখ্যসচিব। কাউন্সিলরদের বাড়ি বাড়ি গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। সেই মতো, বুধবার সকালে কলকাতা লাগোয়া, বরানগরে দেখা গেল পুরসভার ডেঙ্গি-সচেতনতা অভিযান। পুরসভার কর্মীদের নিয়ে পরিস্থিতি খতিয়ে দেখলেন বরানগর পুরসভার পুর পারিষদ (স্বাস্থ্য)। কোথাও ছড়ানো হল ব্লিচিং পাওডার, মশা মারার তেল। কোথাও বিলি করা হল, মশা মারার ধূপ। এরইমধ্যে একটি আবাসনে জমা জল দেখতে পেয়ে, আবাসিকদের সতর্ক করেন, পুর পারিষদ (স্বাস্থ্য)। পুরসভা সূত্রে খবর, এবছর এখনও পর্যন্ত বরানগর পুর এলাকায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা, ৩৫২। গত বছর যে সংখ্যাটা ছিল, ৫১। 

রাজ্যে ক্রমশ ভয়ঙ্কর চেহারা নিচ্ছে ডেঙ্গি। এই পরিস্থিতিতে চেতলায় নিজের ওয়ার্ড ও ভবানীপুরে মুখ্যমন্ত্রীর ওয়ার্ডে সচেতনতা প্রচারে নামলেন মেয়র ও পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। চেতলায় ৮২ নম্বর ওয়ার্ডে মিছিল করার পাশাপাশি চলে মাইকে প্রচার। নিজের ওয়ার্ডে কোদাল-বেলচা হাতে জঞ্জাল সাফাইয়ে নেমে পড়েন মেয়র। এর পর যান ৭৩ নম্বর ওয়ার্ডে। মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে দিয়ে মিছিল করে সচেতনতামূলক প্রচার করেন ফিরহাদ হাকিম। চেতলায় নিজের ওয়ার্ডে ডেঙ্গি-বিরোধী অভিযানে নেমে হুঁশিয়ারি মেয়রের। পুরসভা নোটিস দেওয়া সত্ত্বেও নির্মীয়মাণ বহুতলে জল জমে থাকায়, সংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেফতারের নির্দেশ।পুরসভা সূত্রে খবর, এর আগে জল জমা নিয়ে নির্মীয়মাণ বহুতলে নোটিস জারি হয়। তারপরও হুঁশ ফেরেনি বলে অভিযোগ
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours