ডেঙ্গি (Dengue) নিয়ে যখন উদ্বেগ বাড়ছে, তখন আশা জাগাচ্ছে ডেঙ্গির ভ্যাকসিনের ট্রায়ালের খবর। খুব শীঘ্রই দেশের ২০টি প্রতিষ্ঠানের ১০ হাজার স্বেচ্ছাসেবকের ওপরে হবে ডেঙ্গির ভ্যাকসিনের ট্রায়াল। কলকাতায় যার পরীক্ষামূলক প্রয়োগের ব্যবস্থা করবে নাইসেড (NICED)। 
পুজোর মুখে চোখ রাঙাচ্ছে ডেঙ্গি। উদ্বেগ বাড়িয়ে, ক্রমশ বাড়ছে ‘ডেঙ্গি 3’ ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যাও। এই পরিস্থিতিতে আশার খবর হল এই যে, শীঘ্রই ডেঙ্গির ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ট্রায়াল (Dengue Vaccine Trail) শুরু হতে চলেছে দেশে।

সূত্রের খবর, ২ ভারতীয় সংস্থার সঙ্গে যৌথভাবে ডেঙ্গির ভ্যাকসিনের ট্রায়াল শুরু করবে ICMR। সারা দেশে ২০টি প্রতিষ্ঠানের ১০ হাজার স্বেচ্ছাসেবকের ওপর চলবে পরীক্ষামূলক প্রয়োগ।

কলকাতায় নাইসেডের তত্ত্বাবধানে

কলকাতাতেও এই ভ্যাকসিনের ট্রায়াল হবে। যার ব্যবস্থা করবে নাইসেড কর্তৃপক্ষ। মোট ৫০০ জন স্বেচ্ছাসেবকের মধ্যে ২৫০ জনকে দেওয়া হবে ভ্যাকসিন। নাইসেডের অধিকর্তা শান্তা দত্ত বলেছেন, '৫০০ জনের মধ্যে ২৫০ জন ভ্যাকসিন পাবেন। বাকি ২৫০ জনকে প্ল্যাসিবো দেওয়া হবে। যে স্বেচ্ছাসেবকরা অংশ নেবেন, তাঁদের ডেঙ্গি অ্যান্টিবডি আছে কি না দেখে নেওয়া হবে।'

কিছুটা অপেক্ষা

সূত্রের খবর, ডেঙ্গির ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল চলবে ২ বছর ধরে। তারপরে সামনে আনা হবে ফলাফল। এর আগেও হয়েছিল ট্রায়াল। কিন্তু সেবার সাফল্য আসেনি। দীর্ঘ লড়াইয়ের পরে হাতের মুঠোয় এসেছিল করোনার ভ্যাকসিন। এবার অপেক্ষা ডেঙ্গির বিরুদ্ধে লড়াইয়ের সেই মোক্ষম অস্ত্রের। 

রাজ্যে বাড়ছে ডেঙ্গি

স্বাস্থ্য দফতর সূত্রে খবর, রাজ্যে এখনও পর্যন্ত ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ১১ হাজার ছাড়িয়েছে। এ সপ্তাহে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৭৯৮ জন। কলকাতার পাশাপাশি, হাওড়া, উত্তর ২৪ পরগনা, হুগলি, জলপাইগুড়ি, মুর্শিদাবাদে ডেঙ্গি সংক্রমণ বাড়ছে। এদিকে, দক্ষিণ দমদম, কামারহাটি, বিধাননগর, শ্রীরামপুর পুর এলাকায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেশি। 

এই পরিস্থিতিতে বুধবার ডেঙ্গি নিয়ে প্রশাসনকে সতর্ক হওয়ার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবারই ডেঙ্গি নিয়ে জরুরি বৈঠকে বসে স্বাস্থ্য ভবন। বৈঠকে ছিলেন রাজ্যের সব জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকরা। যে সব জেলায় ডেঙ্গির প্রকোপ বেশি, সেইসব জেলায় কড়া নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours