রঞ্জি ট্রফিতে যে দলেরই দায়িত্ব নিয়েছেন, সাফল্য এনে দিয়েছেন চন্দ্রকান্ত পণ্ডিত। কোচ হিসেবে সব মিলিয়ে আধ ডজন রঞ্জি ট্রফি জয়।

কলকাতা নাইট রাইডার্সের (KKR) নতুন কোচ চন্দ্রকান্ত পণ্ডিত। গত মরসুমে কেকেআরের কোচ ছিলেন ব্রেন্ডন ম্যাকালাম। আইপিএলের (IPL) পর ইংল্যান্ড টেস্ট দলের দায়িত্ব নেন ম্যাকালাম। শুন্য স্থানে চন্দ্রকান্ত পণ্ডিতকে (Chandrakant Pandit) বসাল কলকাতা নাইট রাইডার্স। আন্তর্জাতিক মঞ্চে অভিজ্ঞতা নেই। ঘরোয়া ক্রিকেটে অন্যতম সফল কোচ চন্দ্রকান্ত পন্ডিত। গত বার তাঁর কোচিংয়ে রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে মধ্যপ্রদেশ। কেকেআর টিম ম্যানেজমেন্টের তরফে মুখ্য কার্যনির্বাহি আধিকারিক ভেঙ্কি মাইসোর বলেন, ‘আমরা খুবই উত্তেজিত, চান্দু নাইট রাইডার্স পরিবারে যোগ দিচ্ছে। ঘরোয়া ক্রিকেটে কোচে হিসেবে তাঁর সাফল্য অভাবনীয়। অধিনায়ক শ্রেয়স আইয়ারের সঙ্গে জুটিতে সাফল্য আসবে, এই প্রত্যাশাই করছি।’


রঞ্জি ট্রফিতে যে দলেরই দায়িত্ব নিয়েছেন, সাফল্য এনে দিয়েছেন চন্দ্রকান্ত পণ্ডিত। বিদর্ভ রঞ্জি ট্রফি জয়ের স্বাদ পেয়েছে চন্দ্রকান্ত পণ্ডিতের সৌজন্যেই। এবার দায়িত্ব নিয়েছিলেন মধ্যপ্রদেশের। তরুণ দল নিয়ে তাদেরও চ্যাম্পিয়ন করেছেন। কোচ হিসেবে সব মিলিয়ে আধ ডজন রঞ্জি ট্রফি জয়। এবার আইপিএলে কোচিংয়ের সুযোগ। কলকাতা নাইট রাইডার্সের দায়িত্ব নিয়ে চন্দ্রকান্ত পণ্ডিত বলছেন, ‘আমার কাছে দারুণ গর্বের। অনেক বড় সুযোগ এবং দায়িত্ব। কেকেআরে খেলা প্লেয়ার এবং অন্য়দের থেকে দলের পরিবেশ, সংস্কৃতি সম্পর্কে অনেক কিছু জেনেছি। দক্ষ সাপোর্ট স্টাফও রয়েছে। প্লেয়ার, সাপোর্ট স্টাফ, সকলকে নিয়ে কাজ করার জন্য মুখিয়ে রয়েছি।’

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দু-বার চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। ২০১২ এবং ২০১৪ সালে। এরপর ২০২১ আইপিএলে ফাইনাল অবধি পৌঁছলেও ট্রফি আসেনি আর। মাঝে তিন বার প্লে-অফে উঠেছিল কেকেআর। বাকি সব বার গ্রুপ পর্বেই বিদায় নেয়। গত বার শ্রেয়স আইয়ারের নেতৃত্বে গ্রুপ পর্বেই বিদায় নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। ১০ দলের লিগে সপ্তম স্থানে শেষ করেছে তারা।


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours