করোনার কাঁটা বিধে আছে গলায়। তার মধ্যেই নতুন উপদ্রব হাজির। মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৩টি প্রদেশে পেঁয়াজ থেকে অন্য এক সংক্রমণ জেট গতিতে ছড়িয়ে পড়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন সূত্রে খবর, ইতিমধ্যেই এই সালমোনেল্লা সংক্রমণে আক্রান্ত অন্তত ৬৪০ জন। এর মধ্যে ৮৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে সেন্টারস ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশান।
সংস্থার তরফে স্পষ্ট সতর্কতা জারি করে বলা হচ্ছে, কোথা থেকে আসছে না জেনে পেঁয়াজ খাওয়া যাবে না, বিক্রি করা যাবে না, রান্নাতেও দেওয়া যাবে না।
এই সতর্কতা জারি হচ্ছে লাল, হলুদ, সাদা এবং মিষ্টি পেঁয়াজ থেকে।
ওয়ালমার্ট, ক্রোজার, জায়ান্ট ইগল, ফুড লায়নের মতো সংস্থাগুলিকে জানিয়ে দেওয়া হয়েছে এখন পেঁয়াজ বিক্রি করা যাবে না।সালমোনেল্লা ব্যাকটেরিয়া সংক্রমণের মূল উপসর্গ হল ডায়েরিয়া। সংক্রমিত হওয়ার ছয়দিনের মাথায় উপসর্গটি প্রকট হচ্ছে। আক্রান্ত হচ্ছেন ৫ থেকে ৬৫ বছর বয়সি মানুষ।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours