ত্বকের বিভিন্ন সমস্যার মধ্যে ডেড সেল বা মৃত চামড়া জমা হওয়া একটি। এটি দূর করতে কিছু প্যাক ব্যবহার করতে পারেন।

চিনি ও তেল

এক টেবিল চামচ মোটা দানার চিনির সঙ্গে মেশান এক টেবিল চামচ নারকেল তেল। এই মিশ্রণটি ত্বকে ঘষুন। ১০ মিনিট পর হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে নিন।

চাল ও টক দই

এক টেবিল চামচ আধা ভাঙা চালের সঙ্গে মেশান পরিমাণমতো টক দই। ভালো করে মিশিয়ে পেস্ট তৈরি করুন। এটি মুখে লাগিয়ে ৩০ মিনিট অপেক্ষা করুন। এরপর কুসুম গরম পানি দিয়ে ত্বক ধুয়ে নিন।

ওটমিল ও পানি

ওটমিল গুঁড়া করে তার সঙ্গে মেশান প্রয়োজনমতো পানি। এই মিশ্রণ ৫ মিনিট ত্বকে ম্যাসেজ করে আধা ঘণ্টা অপেক্ষা করুন। পানি দিয়ে ধুয়ে ফেলুন।

বেসন ও দুধ

২ টেবল চামচ বেসনের সঙ্গে মেশান প্রয়োজনমতো তরল দুধ। মিশ্রণটি ত্বকে ঘষে ঘষে লাগান। ৩০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন।

কফি ও তেল

৩ টেবিল চামচ কফি গুঁড়া ও পরিমাণমতো তেল মিশিয়ে নিন। চক্রাকারে ত্বকে লাগান। কিছুক্ষণ ম্যাসেজ করে ধুয়ে ফেলুন।

এসবের পাশাপাশি নিয়মিত বাইরে থেকে আসার পর ভালো করে মুখ ধুয়ে নিন। ত্বকে ভালো মানের প্রসাধনী ব্যবহার করুন।

Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours