কথায় বলে চোরের চৌষট্টি বুদ্ধি। অভিনব পদ্ধতিতে চুরি করার ঘটনা নতুন কিছু নয়। এবার ইঁদুর ধরার আঠা আর ফোল্ডিং স্টিক দিয়ে মোবাইল চুরি। অভিনব এই পদ্ধতিতে চুরির হদিশ পেল বীরভূম জেলা পুলিশ। এই ঘটনায় তিন জনকে আটক করে বীরভূমের পাইকর থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, শনিবার রাত্রে পাইকর থানার পুলিশ তিন ব্যক্তিকে আটক করে। ধৃত তিন ব্যক্তি হল ওসমান শেখ ওরফে ছোটু। তার বাড়ি আসানসোলের হিরাপুর থানা এলাকায়। দ্বিতীয় জন নুরজামান শেখ। তার বাড়ি মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ থানা এলাকায়। তৃতীয় জন, সাবির শেখের বাড়ি পাইকর থানার মিত্রপুর এলাকায়।
ধৃতদের জিজ্ঞাসাবাদ করে চুরির অভিনব পন্থার হদিশ পায় পুলিশ।

এরা ফোল্ডিং স্টিকের মাথায় ইঁদুর ধরার আঠা লাগাত। জানলার বাইরে থেকে সেই স্টিক ঢুকিয়ে মোবাইল সহ অনান্য দামি জিনিস চুরি করত।
ধৃতদের থেকে বিভিন্ন কোম্পানির ২২টি মোবাইল ফোন (১৯টি অ্যান্ড্রয়েড ফোন ও চারটি কিপ্যাড ফোন) ও ১ টি এলইডি টিভি উদ্ধার করা হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours