বলিউডে একের পর এক দুর্ঘটনা ঘটেই চলেছে। বৃহস্পতিবার হিমাচল প্রদেশের ধর্মশালার ম্যাকলডগঞ্জে একটি ভাড়া বাড়ি অভিনেতা আসিফ বাসরার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। অভিনেতার অস্বাভাবিক মৃত্যুতে শোকস্তব্ধ গোটা বলিউড। পুলিশের প্রাথমিক অনুমান, ৫৩ বছরের ওই অভিনেতা আত্মহত্যা করেছেন। তবে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি হারাল আরেক দুর্ধর্ষ অভিনেতাকে। সোশ্যাল মিডিয়ায় তাঁকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন করিনা কাপুর, অনুষ্কা শর্মা থেকে শ্রদ্ধা কাপুর।
জব উই মেট সিনেমায় আসিফ বাসরার সঙ্গে কাজ করেছিলেন করিনা কাপুর। ইন্সটাগ্রামে তাঁকে শেষ শ্রদ্ধা জানিয়ে বেবো লিখেছেন, 'RIP আসিফ বাসরা। পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা ও ভালোবাসা জানাই।'
অন্যদিকে অভিনেতার এমন অস্বাভাবিক মৃত্যুতে ধাক্কা খেয়েছেন অনুষ্কা শর্মাও। তাঁর প্রোযোজিত ওয়েব সিরিজ পাতাললোকে অভিনয় করেছিলেন বাসরা। এ বছরেরই পাতাললোক মুক্তি পায়। ওয়েব সিরিজে বাসরার অভিনয় দর্শকমনে দাগ কেটে যায়। ইন্সটাগ্রামে শেষ শ্রদ্ধা জানিয়ে অনুষ্কা লিখেছেন, "পরিবারকে আমার আন্তরিক সমবেদনা ও প্রার্থনা। তাঁদেরকে ভালবাসা। RIP আসিফ বাসরা।'
লকডাউনের আগেই শ্যুটিংয়ের কাজ শেষ করেছেন। এখনও সেই স্মৃতি তাজা। আসিফ বাসরার মৃত্যুসংবাদে তাই মন থেকে মেনে নিতে পারছেন না বলিউড তারকা মনোজ বাজপেয়ী।
এক ভিলেন ফিল্মে আসিফ বাসরার সঙ্গে কাজ করেছিলেন শ্রদ্ধা কাপুর। তাঁর একটি ছবি পোস্ট করে ভগ্ন হৃদয়ের ইমোজি দিয়ে মনের কথা প্রকাশ করেছেন শ্রদ্ধা।
আসিফ বাসরার মৃত্যুসংবাদে শোকস্তব্ধ নওয়াজউদ্দিন সিদ্দিকিও। ট্যুইটারে তিনি লিখেছেন, 'এ তো অবিশ্বাস্য, দুর্দান্ত ব্যক্তিত্ব ও প্রতিভাময় এক অভিনেতাকে হারালাম। এক বন্ধুকে হারালাম। শান্তিতে থাক আমার বন্ধু- পরিবারকে আরও শক্তি দাও।'
ওয়ানস আপন এ টাইম মুম্বইয়ে একসঙ্গে কাজ করেছিলেন রণদীপ হুড্ডা। ট্যুইটারে তিনিও তাঁর আত্মার শান্তি কামনা করে লিখেছেন...
বলিউডের এমন প্রতিভাবান অভিনেতার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন দিব্যা দত্ত। তিনি ট্যুইটারে লিখেছেন, 'আসিফ বাসরার অকালমৃত্যুতে আমি ভীষণ হতবাক। হোস্টেজ ২ সিনেমায় একসঙ্গে কাজ করেছি। সেখানে আমার দেখা এক প্রাণবন্ত মানুষ ধরা পড়েছিল আর একজন দারুণ অভিনেতাও বটে। এমন ঘটনা মানতে কষ্ট হচ্ছে।'
বিনোদন জগতে অত্যন্ত জনপ্রিয় একটি মুখ। একাধিক ছবিতে ছোট- বড়, সব চরিত্রেই তিনি অভিনয় করেছেন। অনুরাগ কাশ্যপের 'ব্ল্যাক ফ্রাইডে', পারজানিয়া, জব উই মেট, এক ভিলেন, ফেনি খান, রয় , হিচকি-র মতো সিনেমায় কাজ করেছিলেন তিনি। বড়পর্দার পাশাপাশি অনেক ওয়েব সিরিজেও দেখা গিয়েছে তাঁকে। পাতাললোক, হোস্টেজ-২ তে তিনি অভিনয় করে দর্শকের নজর কেড়েছিলেন।
হিমাচল প্রদেশের ধর্মশালায় একটি ক্যাফের কাছে এফসি গিবাদা রোডের উপরে এক ভাড়ার বাড়ি থাকতেন আসিফ। যদিও নিশ্চিত ভাবে এখনও মৃত্যুর কারণ জানায়নি পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। সেই বাড়িতে গিয়েছিলেন ফরেনসিক বিশেষজ্ঞরাও। জানা গিয়েছে, গত পাঁচ বছর ধরে ধর্মশালায় তাঁর একটি সম্পত্তি লিজে দেওয়া ছিল। মাঝে মাঝেই সেখানে যেতেন তিনি।

Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours