আগামী ২৬ নভেম্বরের দেশজুড়ে সাধারণ ধর্মঘটে যোগ দেবে AIBEA। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে একথা ঘোষণা করল দেশের অন্যতম বড় এই ব্যাংক কর্মচারী সংগঠনটি। আগামী বৃহস্পতিবারের ধর্মঘটে যোগ দেবে BMS ছাড়া প্রতিটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন।

ইঙ্গিত আগেই দেওয়া হয়েছিল। আগামী ২৬ নভেম্বর দেশজুড়ে সাধারণ ধর্মঘটে যোগ দেওয়ার কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করল অল ইন্ডিয়া ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন (AIBEA)। কেন্দ্রীয় সরকারের 'জন বিরোধী শ্রম নীতি'র প্রতিবাদ হিসেবে একদিনের এই ধর্মঘটে তারা ধর্মঘটে সামিল হবে বলে মঙ্গলবার সংগঠনের তরফে বিবৃতিতে জানানো হয়েছে। জানা গিয়েছে, ২৬ নভেম্বরের প্রস্তাবিত ধর্মঘটে যোগ দিতে চলেছেন রিজার্ভ ব্যাংকের কর্মচারীরাও। ফলে ওইদিন দেশে সামগ্রিকভাবে ব্যাংকিং ব্যবস্থা অচল হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
একাধিক দাবিতে বৃহস্পতিবার দেশজুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে কৃষক ও কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলি। বিজেপির শ্রমিক সংগঠন ভারতীয় মজদুর সংঘ (BMS) ছাড়া ১০টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এতে যোগ দিচ্ছে। মঙ্গলবার এক বিবৃতিতে কৃষক ও শ্রমিকদের দাবির প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে ব্যাংক কর্মচারী ইউনিয়ন AIBEA। এর সঙ্গে যুক্ত হয়েছে বেসরকারিকরণ, আউটসোর্সিং এবং নয়া পেনশন প্রকল্পের প্রতিবাদ এবং শূন্য পদে কর্মী নিয়োগের মতো তাদের নিজস্ব দাবিদাওয়া। আর এই সব মিলিয়ে ২৬ তারিখের ধর্মঘটে অংশ নেওয়ার কথা জানিয়েছে AIBEA। ২৬ নভেম্বরের প্রস্তাবিত ধর্মঘটে যোগ দিতে চলেছেন রিজার্ভ ব্যাংকের কর্মচারীরাও। এমনই জানানো হয়েছে আন্দোলনকারীদের তরফে। ফলে ওইদিন দেশে সামগ্রিকভাবে ব্যাংকিং ব্যবস্থা অচল হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।ফিক্সড ডিপোজিটে সুদের হার কমতে কমতে এখন তলানিতে এসে ঠেকেছে। প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে সাধারণের তুলনায় তা নামমাত্র বেশি। এই মাসেই তিনটি ব্যাংক FD-তে সুদ কমিয়েছে। এর মধ্যে আবার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকও আছে। বাকি ব্যাংকগুলিও সেই পথ ধরতে পারে বলে আশঙ্কা। বৃহত্তম ব্যাংক SBI-তে সাধারণ নাগরিকদের জন্য ন্যূনতম সুদের হার ২.৯ শতাংশ। ফলে চূড়ান্ত সমস্যার মধ্যে মধ্যবিত্ত, বিশেষত প্রবীণ নাগরিকরা। 'কেন্দ্রীয় সরকারের ধ্বংসাত্মক নীতি ও জন বিরোধী কার্যকলাপ রুখে দেওয়ার জন্য' এই ধর্মঘট (Bank Strike) হতে চলেছে বলে ব্যাংক কর্মচারীদের অন্যতম বৃহৎ সংগঠন BEFI এক বিবৃতিতে জানিয়েছে।
ব্যাংক কর্মীদের অপর বৃহৎ সংগঠন AIBEA-এর সংযোজন, 'মোদী সরকারের কৃষক, শ্রমিক ও দেশের অর্থনীতি বিরোধী পদক্ষেপের বিরুদ্ধে এই ধর্মঘট হতে চলেছে।'
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours