ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের দক্ষিণ জিতপুরে। এই খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে।

স্থানীয় সূত্রের খবর পাড়ার এক যুবক জলাশয়ে মাছ ধরতে গেলে হঠাৎ জলাশয়ের পারে এক ৭ ফিট দৈর্ঘের অজগর দেখতে পায়। এরপর স্থানীয় বাসিন্দাদের তরফ থেকে খবর দেওয়া হয় আলিপুরদুয়ারের বনদফতরকে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ দীর্ঘক্ষন অপেক্ষা করার পরেও বনদফতর আসেনি। এরপর খবর দেওয়া হয় আলিপুরদুয়ারের বিজ্ঞান ও যুক্তিবাদী সংস্থা নামে এক স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি জয়ন্ত দাসকে।

এরপর দীর্ঘ কয়েক ঘন্টা ধরে চেষ্টা করে পাইথনটিকে উদ্ধার করা হয়। শেষ পর্যন্ত উদ্ধার হওয়া পাইথনটিকে আলিপুরদুয়ার বনদফতরের ডিভিশনাল অফিসে দিয়ে আসেন।

Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours