গত কয়েকদিনে ধরেই দেশের বেশিরভাগ প্রান্তে মুষলধারে বৃষ্টি হয়ে চলেছে ৷ এর জেরে উত্তর-পূর্ব রাজ্যগুলিতে বন্যা পরিস্থিতি আরও খারাপ হয়েছে ৷ প্রবল বৃষ্টির জেরে ওড়িশা, উত্তরাখণ্ড ও গুজরাত-সহ একাধিক রাজ্যের নিচু এলাকায় জল জমে গিয়েছে ৷ অন্যদিরে বিহারে বন্যা পরিস্থিতি আরও খারাপ হয়েছে ৷ বিহারে শুক্রবার বন্যায় বিপর্যস্ত মানুষের সংখ্যা বেড়ে প্রায় ৮২.৯২ লক্ষ হয়ে গিয়েছে ৷ উত্তর ভারতেও লাগাতার বৃষ্টি হয়ে চলেছে ৷ মৌসম বিভাগের তরফে জানানো হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি কমবে না ৷ একাধিক রাজ্যে বৃষ্টি নিয়ে রেড অ্যালার্টও জারি করা হয়েছে ৷

মহারাষ্ট্রে অরেঞ্জ অ্যালার্ট - মৌসম বিভাগের তরফে মহারাষ্ট্রের মুম্বই, থানে, রায়গড় ও কঙ্কন এলাকায় শনিবার অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে ৷ এদিন এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ অ্যালার্ট আগামী ৪৮ ঘণ্টার জন্য জারি করা হয়েছে ৷ পালঘর, থানে, মুম্বই, রায়গড়ে আগামী ২৪ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷

মধ্যপ্রদেশেও জারি অ্যালার্ট- মৌসম বিভাগ শুক্রবার জানিয়েছিল যে মধ্যপ্রদেশের ছটি জেলা আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 
অন্যদিকে স্কাইমেটের তরফে জানানো হয়েছে, পূর্ব রাজস্থান, কঙ্কন গোয়া, কর্ণাটকের উপকূলবর্তী এলাকা ও গুজরাতের বেশ কিছু এলাকায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ এর পাশাপাশি হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পঞ্জাবের বেশি কিছু এলাকা, বিহার, উত্তরপ্রদেশের বেশ কিছু এলাকা, পশ্চিমবঙ্গ, সিকিমে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷

ওড়িশায় লাগাতার বৃষ্টি হয়েই চলেছে ৷ এর জেরে একাধির নদীর জলের স্তরে বেড়ে গিয়েছে এবং নিচু এলাকায় জল জমে গিয়েছে ৷
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours