নদীবাঁধের ভাঙন রুখতে নদী তীরবর্তী এলাকায় হাজারেও বেশি ম্যানগ্রোভ গাছ বসানোর উদ্যোগ নিলো সুন্দরবন পুলিশ জেলা ও পাথরপ্রতিমা থানার পুলিশ আধিকারিকরা।
এদিন রায়দিঘী থানার কনকনদিঘি নদী তীরবর্তী  এলাকায় আনুষ্ঠানিকভাবে ম্যানগ্রোভ গাছ লাগান প্রশাসনিক কর্তারা। 
এদিনের ম্যানগ্রোভ গাছ লাগানো কর্মসূচিতে উপস্থিত ছিলেন, সুন্দরবন পুলিশ জেলার এস পি ভাস্কর মুখার্জি, ডায়মন্ড হারবারের মহকুমাশাসক সুকান্ত সাহা,  সুন্দরবন পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার, ডি এস পি মন্দিরবাজার দিবাকর দাস,রায়দিঘীর বিধায়ক অলোক জলদাতা সহ অন্যান্যরা।
পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মূলত নদী ভাঙন রুখতে নদী তীরবর্তী এলাকায় ৪০ হাজার ম্যানগ্রোভ লাগানোর কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আজ দুই শতাধিক গাছ লাগানো হয় এরপরেই ধাপে ধাপে মোট ৪০ হাজার ম্যানগ্রোভ গাছ লাগানো হবে। যার ফলে নদীবাঁধ ভাঙন বন্ধ করা যাবে এমনটাই জানানো হয় সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকে।

অন্যদিকে পাথরপ্রতিমা থানার উদ্যোগে শুরু হল ম্যানগ্রোভ রোপন অভিযান।
নদীভাঙন রুখতে পাথরপ্রতিমা থানার উদ্যোগে বসানো হলো কয়েক হাজার ম্যানগ্রোভ।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours